স্কুল জীবনের বন্ধু, ১০ বছরের প্রেম! সিনেমাকেও হার মানায় শ্রেয়া ঘোষালের প্রেম কাহিনী

বাংলা হান্ট ডেস্কঃ বলিউড তো বটেই, এদেশের প্রথম সারির সঙ্গীত শিল্পীদের মধ্যে একজন হলেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। বাঙালি এই গায়িকার গলায় মুগ্ধ কাশ্মীর থেকে কন্যাকুমারী। এমনকি বিদেশেও প্রচুর ভক্ত রয়েছে তাঁর। নিজের গায়কীর মাধ্যমে এত মানুষের মন জয় করলেও শ্রেয়ার ব্যক্তিগত জীবন বরাবর থেকেছে পর্দার আড়ালে। স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর প্রেম হল কীভাবে সেকথা আজও অনেকে জানেন না।

শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) অজানা প্রেমকাহিনী

২০১৫ সালে বহুদিনের প্রেমিক শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন জনপ্রিয় এই গায়িকা। বিয়ের ৬ বছরের মাথায় পুত্র সন্তানের জন্ম দেন। শ্রেয়া-শিলাদিত্যর ছেলের নাম দেবযান। কাজের সূত্রে লাইমলাইটে থাকলেও পারিবারিক জীবনকে পর্দার আড়ালে রাখতেই পছন্দ করেন এই বঙ্গ তনয়া। কিন্তু তা সত্ত্বেও সম্প্রতি তাঁর ‘ফিল্মি লাভস্টোরি’ প্রকাশ্যে এসেছে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, স্কুল জীবন থেকে একে অপরকে চেনেন শ্রেয়া এবং শিলাদিত্য (Shiladitya Mukhopadhyaya)। সেই সময় বন্ধু ছিলেন তাঁরা। এরপর সেই বন্ধুত্বই আস্তে আস্তে প্রেমের আকার নেয়। শিলাদিত্যই নাকি প্রথমে প্রোপোজ করেছিলেন গায়িকাকে। প্রায় এক দশক সম্পর্কে ছিলেন তাঁরা। এরপর ২০১৫ সালে সাত পাকে বাঁধা পড়েন।

আরও পড়ুনঃ ‘অনুরাগের ছোঁয়া’য় নয়া মোড়! অবশেষে ফিরল সূর্যর স্মৃতি, টিভির আগেই ফাঁস তুলকালাম পর্ব

শিলাদিত্য কীভাবে শ্রেয়াকে (Shreya Ghoshal) প্রেম নিবেদন করেছিলেন সেই নিয়েও এক মজার কাহিনী রয়েছে। একবার এক সাক্ষাৎকারে সেই গল্প শুনিয়েছিলেন গায়িকা। তিনি বলেন, তিনি এবং শিলাদিত্য একবার এক বন্ধুত বিয়েতে গিয়েছিলেন। সেখানেই তাঁকে প্রোপোজ করেন শিলাদিত্য। এরপরই তাঁদের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা হয়।

Shreya Ghoshal Shiladitya Mukhopadhyaya love story

শ্রেয়া নামী গায়িকা হলেও তাঁর স্বামী কিন্তু বিনোদন দুনিয়ার মানুষ নন। শিলাদিত্য পেশায় একজন ব্যবসায়ী। গায়িকার সমাজমাধ্যম প্রোফাইলে উঁকি দিলে প্রায়ই তাঁদের সুখী সংসারের টুকরো টুকরো ঝলক দেখা যায়। ছোট্ট দেবযানকে নিয়ে এভাবেই সুখে সংসার করুক শ্রেয়া-শিলাদিত্য, এটাই চান গায়িকার অনুরাগীরা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর