পূজারা ও শ্রেয়সের ব্যাটে ভর করে প্রথম দিনের শেষে চট্টগ্রামে চালকের আসনে ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এইমুহূর্তে বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজ খেলছে ভারতীয় দল। চট্টগ্রামে প্রথম টেস্টে চালকের আসনে ভারত। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা চোটের কারণে এই সিরিজের খেলতে পারছেন না। তার বদলে এই সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব পালন করার লোকের রাহুল আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।

মাঝে মাত্র সাত রানের ব্যবধানে দুই ওপেনার সহ বিরাট কোহলির উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। কিন্তু প্রথমে পন্থ (৪৬) আর তারপরে চেতেশ্বর পুজারা এবং শ্রেয়স আইয়ারের জুটি ভারতকে বিপদ থেকে বার করে আনে। দুজনকেই অবশ্য উইকেটের পেছনে জীবনদান করেছেন বাংলাদেশের উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।

এরপর দুজনেই ব্যাট হাতে অর্ধশতরান করেছেন। নিজের ৩৪ তম টেস্ট অর্ধশতরানটি পেয়েছেন চেতেশ্বর পূজারা। তার পাশাপাশি বুদ্ধিদীপ্ত ব্যাটিং করে টেস্ট ফরম্যাটে নিজের চতুর্থ হাফ সেঞ্চুরি করেছেন শ্রেয়স আইয়ার। তাদের মধ্যে ১৪৯ রানের পার্টনারশিপ হয়েছে। যার জন্য আপাতত প্রথম দিনের শেষে চালকের আসনে ভারতীয় দল।

shreyas iyer 2

কিন্তু অল্পের জন্য আজ শতরান হাতছাড়া করলেন চেতেশ্বর পূজারা। যে তাইজুল ইসলাম প্রথম সেশনে ২টি উইকেট নিয়ে ভারতকে বেকায়দায় ফেলে দিয়েছিলেন, সেই তাইজুলই দিনের শেষে ব্যক্তিগত ৯০ রানে পূজারাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। ২০৩ বলের এই ইনিংসে মোট ১১টি চার মেরেছেন পূজারা।

তবে পূজারা আউট হলেও এখনও অপরাজিত আছেন শ্রেয়স আইয়ার। একবার বল স্টাম্পে লাগলেও বেল না পড়ায় রক্ষা পান শ্রেয়স। ১৬৯ বলে ১০ টি চার সহ ৮২ রানে অপরাজিত আছেন তিনি। দিনের শেষে অক্ষর প্যাটেলকেও (১৪) খুইয়েছে ভারত। প্রথম দিনে ৬ উইকেট হারিয়ে ভারতের স্কোর ২৭৮। ৩টি উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম। ২টি উইকেট তুলেছেন মেহেদী হাসান মিরাজ।


Reetabrata Deb

সম্পর্কিত খবর