নিন্দুকদের যোগ্য জবাব! হাফসেঞ্চুরি করে ভারতকে চালকের আসনে বসিয়ে আউট হলেন শ্রেয়স

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্সে (Eden Gardens) একে অপরের মুখোমুখি হয়েছে চলতে বিশ্বকাপে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে ফেলা দুই দল দক্ষিণ আফ্রিকা এবং ভারত (India vs South Africa)। আজকের ম্যাচ সম্ভবত নির্ধারণ করে দেবে যে লিগ পর্যায়ের শেষে কোন দল পয়েন্টস টেবিলের শীর্ষে অবস্থান করবে। আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলের (Indian Cricket Team) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। প্রত্যাশামতোই তার কাছ থেকে বিধ্বংসী এবং বিরাট কোহলির কাছ থেকে বুদ্ধিদীপ্ত ইনিংস দেখতে পেল কলকাতার দর্শকরা।

কিন্তু তার মধ্যেও যিনি আলাদা করে নজর করলেন তিনি হলেন শ্রেয়স আইয়ার। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে তিনি যা করেছিলেন আজকে তার থেকে অনেকটাই অন্যরকম ইনিংস খেলতে দেখা গেল তাকে। প্রথমে ধীরগতিতে ব্যাটিং করে দলকে কঠিন অবস্থায় ভরসা দেন। তারপর আগ্রাসী ব্যাটিং আরম্ভ করেন।

একসময় কেশব মহারাজ ভারতের রান রেটকে ৯ থেকে ৫-এ নামিয়ে এনেছিলেন। ভারতীয় বংশোদ্ভূত এই স্পিনার নিজের ১০ ওভারে মাত্র ৩০ রান দেন। সেট হওয়ার শুভমান গিল-কে বোল্ড করে দক্ষিণ আফ্রিকাকে স্বস্তি দিয়েছিলেন। তিনি যতক্ষণ বোলিং করছিলেন বিরাট কোহলির পাশাপাশি আইয়ারও কোনওরকম ঝুঁকি নেননি।

keshav africa

আরও পড়ুন: নিঃস্বার্থ ব্যাটিং করে ফের হাফসেঞ্চুরি হাতছাড়া রোহিতের! তবে ধোনিকে টপকে গেলেন হিটম্যান

একসময় ৩৪ বলে ১১ রানে ব্যাটিং করছিলেন। মহারাজের বোলিং কোটা শেষ হওয়া মাত্রই তিনি আক্রমণ শুরু করেন। ৬৪ বলে নিজের হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেন তিনি। যেভাবে ব্যাটিং করছিলেন তাতে অনেকেই ভেবে নিয়েছিলেন যে আজ নিজের বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম শতরানটি পেয়ে যাবেন শ্রেয়স। কিন্তু দুর্ভাগ্যবশত তেমনটা হয়নি। ৮৭ বল খেলে ৭৭ রান করেন শ্রেয়স। মেরেছিলেন সাতটি চার এবং দুটি ছক্কা। লুঙ্গি এনগিডি-কে গ্যালারিতে পাঠাতে গিয়ে তিনি মিড উইকেটে ধরা পড়েন মার্করমের হাতে।

আরও পড়ুন: নতুন সঙ্গী পেলো বাংলাদেশ! ভারতের মাটিতে তাদের স্বস্তি দিচ্ছে গতবারের বিশ্বজয়ীরা

নিজের ইনিংসের প্রথম ৫০ বলে ২৭ রান করেন তিনি। এরপর শেষ ৩৭ বলে ৫০ রান করে দলকে একটি বড় স্কোর পাওয়ার জন্য আদর্শ জায়গায় রেখে যান। ৩০ ওভারের পর থেকে আগ্রাসী ব্যাটিং করে বিরাট কোহলির উপর থেকে চাপ অনেকটাই কমিয়ে দিয়েছিলেন। চলতি বিশ্বকাপে পাকিস্তান শ্রীলঙ্কার পর আরও এক বড় প্রতিপক্ষের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করে নিজের নিন্দুকদের আপাতত চুপ করিয়ে দিলেন। আগামী বছর ইডেন গার্ডেন্সেই তিনি মাঠে নামবেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে। আজ তিনি আউট হওয়ার পর গোটা স্টেডিয়ামে প্রায় সকল দর্শক দাঁড়িয়ে উঠে হাততালি দিয়ে তাকে অভিবাদন জানান।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর