বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভালো ছন্দে রয়েছেন শুভমান গিল (Shubman Gill)। এশিয়া কাপে প্রায় প্রতিটি ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছিলেন তিনি। হয়েছিলেন সেই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। তার আগে দুই মাস যে খারাপ ফর্মে থাকার জন্য যারা তার সমালোচনা করছিলো, তাদের পুরোপুরি চুপ করিয়ে দিয়েছেন তিনি।
আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল যখন খেলতে নামে তখনও তাকে সেই একই ছন্দে পাওয়া যায়। অজিদের বিরুদ্ধে ২৭৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩৭ বলে নিজের অর্ধশতরান সম্পূর্ণ করেন গিল। প্রতিবেদনটি লেখার সময় লেগ স্পিনার অ্যাডাম জাম্পা তাকে ভারতের দলগত ১৫৪ রানের মাথায় বোল্ড করে। ৬৩ বল খেলে ছয়টি চার এবং দুটি ছক্কা সহ দৃষ্টিনন্দন ৭৪ রানের ইনিংস খেলে গিয়েছেন তিনি
আজ তার সঙ্গে ওপেন করতে নামা রুতুরাজ গায়কোয়াড়ও ভালো ব্যাটিং করেছেন। বারবার সুযোগ পেয়েও নিজেকে ভারতীয় দলে প্রতিষ্ঠিত করতে পারেননি তিনি। তবে এই সিরিজে কিছু তারকা ক্রিকেটারের অনুপস্থিতির কারণে তিনি আজ ভারতের হয়ে ওপেন করার সুযোগ পেয়েছিলেন শুভমান গিলের সাথে। ৭৭ বলে ৭১ রান করে তিনি অজি লেগস্পিনার অ্যাডাম জাম্পার শিকার হন।
আরও পড়ুন: বিশ্বকাপ জয়ের জন্য সঠিক টিম কম্বিনেশন পেয়ে গেল রোহিত! স্বস্তিতে BCCI
তারপরে ব্যাটিং করতে নেমেছিলেন শ্রেয়স আইয়ার। ফিল্ডিংয়ের সময় তার দিনটা একেবারেই ভালো যায়নি। ক্যাচ ফেলেছেন, কখনো কখনো মিডফিল্ড করেছেন। যখন ব্যাট করতে আসেন তখন ভারতবেশ সুবিধাজনক অবস্থায়। গিল উল্টো দিকে ভালো ছন্দে ছিলেন। ফলে তার কাজ ছিল শুধুমাত্র ক্রিজে নিজেকে সেট করা এবং স্ট্রাইক তার পার্টনারের হাতে তুলে দেওয়া। চোটের জন্য এশিয়া কাপে তিনি একটি ম্যাচের বেশি খেলতে পারেননি। এটা তার জন্য ভালো সুযোগ ছিল বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণ করার।
আরও পড়ুন: দলে ফিরেই ৫ উইকেট! বিশ্বকাপে সিরাজ, বুমরার পাশে নিজেকে ভারতীয় দলে দেখার জোরালো দাবি শামির
কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচে দ্রুত শর্ট রান নিতে গিয়ে রান আউট হয়ে যান আইয়ার। আর এর জন্য কিছুটা দায়ী হয়তো শুভমান গিলও হয়ে থাকবেন। তিনি সঠিক কল করে আইয়ারকে নিষেধ করলে এই ঘটনাটি ঘটতো না। আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার সময়ও হতাশ ভারতীয় ব্যাটার গিলকে কিছু একটা বলেন। অপরাধীর মতো মুখ করে থাকতে দেখা যায় শুভমানকেও। সেই চাপেই হয়তো সম্পূর্ণরূপে সেট হওয়ার পরেও স্পিনারের বলে বোল্ড হয়ে তাকে ড্রেসিংরুমে ফিরতে হয়।