বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দলে জায়গা করা খুবই কঠিন কাজ তা সবাই জানে। কিন্তু সেই জায়গা ধরে রাখার কাজটা আরও অনেক বেশি কঠিন বলে মনে করা হয়। শীঘ্রই হয়তো ব্যাপারটি উপলব্ধি করতে চলেছেন ভারতীয় দলের তারকা ব্যাটার অজিঙ্কা রাহানে। বর্তমানে তিনি খুবই খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। তার ক্রিকেট কেরিয়ারই দাঁড়িয়ে পড়েছে বড়রকমের প্রশ্নচিহ্নের মুখে। দ্বিতীয় টেস্টে তার চোটের সুযোগে দলে জায়গা পেয়েছেন একজন ভরসাযোগ্য ব্যাটার। এই পরিস্থিতিতে তার পক্ষে প্রত্যাবর্তন করা খুবই কঠিন কাজ বলে মনে করা হচ্ছে।
তারকা ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে বেশ কিছুদিন ধরেই চলেছেন খারাপ ফর্মের মধ্যে দিয়ে। একসময় যে তারকা-কে ছাড়া ভারতীয় টেস্ট দল কল্পনা করা যেত না সেই তারকাই যেন এখন হেঁটে বেড়াচ্ছেন ব্যর্থতার উপত্যকায়। অনেক চেষ্টার পরেও তার ব্যাট দীর্ঘদিন নীরব। ধারাবাহিকতার ধারেকাছে দিয়ে যাচ্ছেন না ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক। ২০২১ সালে খেলা টেস্ট ম্যাচগুলিতে, রাহানে ২১ ইনিংসে ১৯.৫৭ গড়ে মাত্র ৪১১ রান করেছেন। যার মধ্যে মাত্র দুটি অর্ধশতরানও সামিল রয়েছে। কানপুর টেস্টের দুই ইনিংস মিলিয়ে রাহানে মাত্র ৩৯ রান করেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজে দলে দীর্ঘতম ফরম্যাটে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পান শ্রেয়স আইয়ার। প্রথম টেস্টেই অভিষেক ঘটে তার। আইয়ার এই সুযোগকে পুরোপুরি কাজে লাগিয়েছেন। কিউইদের বিপক্ষে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে আইয়ার প্রথম ইনিংসে ১০৫ রান এবং দ্বিতীয় ইনিংসে ৬৫ রান করেন। তার দুর্দান্ত পারফরম্যান্সের কারণে তাকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার দেওয়া হয়। আইয়ার প্রায় তিন বছর ধরে সীমিত ওভারের দলের একটি অংশ এবং তিনি প্রয়োজনে আরও ওপরের দিকেও ব্যাট করতে পারেন। ধীরে ধীরে বড় ইনিংস গড়ে তোলার ক্ষমতাও আছে তার মধ্যে।
দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সময় শ্রেয়াস আইয়ার আইপিএলে অনেক ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। আইপিএল ২০২১-এ ৮ ম্যাচে ১৭৫ রান করেছেন আইয়ার। তিনি বড় ম্যাচের পারফর্মার বলেও প্রমাণ করেছেন নিজেকে। আইয়ার তার খেলা প্রতিটি দলের হয়েই অনেক ম্যাচ কার্যত নিজের একক দক্ষতায় জিতিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে আইয়ার ৫৪ ম্যাচে ৪৫৯২ রান করেছেন। ফলে মনে করা হচ্ছে রাহানের বদলে তিনিই ভারতীয় দলে ভবিষ্যতে সুযোগ পাবেন।