২০২২ সালে বিরাট কোহলি, সূর্যকুমার যাদবকে পেছনে ফেলে শীর্ষে শ্রেয়স আইয়ার

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি বছরে দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতীয় তারকা শ্রেয়স আইয়ার। তিনি চলতি বছরে ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বা এশিয়া কাপে মাঠে নামেননি। কিন্তু তাও চলতি বছরে বড় বড় রথী-মহারথীদের পেছনে ফেলে দিয়েছেন। বিশেষ করে ওডিআই ফরম্যাটে তিনি নিজেকে চলতি বছরে আলাদাই উচ্চতায় তুলে নিয়ে গিয়েছেন।

এইমুহূর্তে বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজ খেলছে ভারতীয় দল। দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে বসেছে ভারত আর তার কৃতিত্ব অনেকটাই যায় শ্রেয়স আইয়ারের নামে। প্রথম ইনিংসে তার আর চেতেশ্বর পূজারার পার্টনারশিপ ভারতকে বিপদ থেকে উদ্ধার করে।

shreyas iyer 2

শ্রেয়স ৮৬ রান করে আউট হওয়ার পরে তিনি একটি বিশেষ রেকর্ড গড়ে ফেলেছেন। পরিসংখ্যান বলছে যে এই বছরে আন্তর্জাতিক রানসংখ্যার নিরীখে সূর্যকুমার যাদব, বিরাট কোহলিদের মতো তারকাকে পেছনে ফেলে দিয়েছেন এবং ভারতীয়দের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন।

২০২২-এ সর্বোচ্চ আন্তর্জাতিক ভারতীয় রানসংগ্রাহক:

শ্রেয়স আইয়ার: ৩৮ ইনিংস, ১৪৯৩ রান,
সূর্যকুমার যাদব: ৪৩ ইনিংস, ১৪২৪ রান,
বিরাট কোহলি: ৩৯ ইনিংস, ১৩০৪ রান,
রিশভ পন্থ: ৪১ ইনিংস, ১২৭৮ রান,

 

X