বাংলা হান্ট ডেস্কঃ 2008 সাল থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর থেকেই প্রতিবছর ধীরে ধীরে এই প্রতিযোগিতা তার আকর্ষণীয়তা বাড়িয়ে চলেছে। প্রতিবছর এই প্রতিযোগিতায় ম্যাচের ফিক্সচার এবং একাধিক বিশ্বসেরা খেলোয়াড় এর পারফরর্মেন্স এর মধ্যে দিয়ে আইপিএল জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছায়। তবে এ বছর নিলামে সকল প্লেয়ারদের অংশগ্রহণ এবং অন্যান্য একাধিক কারণে আইপিএলের আকর্ষণীয়তা অন্যান্য বছরের তুলনায় বহুগুণ বেশি।
আইপিএলের দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স-এর জনপ্রিয়তা কলকাতাসহ বিশ্বের প্রতিটি স্থানে যে রয়েছে তা অনস্বীকার্য। এক্ষেত্রে বলে রাখা ভালো, দলের মালিক শাহরুখ খান কলকাতার দলের বিপুল পরিমাণ ফ্যান ফলোয়িং এর একটি গুরুত্বপূর্ণ কারণ। এবারের আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স তাদের টিমকে প্রায় সম্পূর্ণ নতুনভাবে বানিয়েছে এবং নিলামে সবচেয়ে বড় চমক দিয়ে তারা তুলে নিয়েছে বর্তমানে বিশ্বের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ভারতীয় দলের সদস্য শ্রেয়াস আইয়ারকে। সম্প্রতি, নিজের পারফরম্যান্সের তুঙ্গে থাকা শ্রেয়াস আইয়ারকে কলকাতা দল প্রায় 12.25 কোটি টাকা দিয়ে নিজেদের দলে সামিল করেছে এবং কিছুদিনের মধ্যেই তারা তাকে দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করে। ফলে তার ওপর যে গুরুদায়িত্ব পড়তে চলেছে তা বলা যায়।
দিল্লি ক্যাপিটালস এর হয়ে বহু বছর আধিপত্যের সঙ্গে খেলা এবং অধিনায়ক হিসেবে দলকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া শ্রেয়াস বর্তমানে কলকাতা দলের অধিনায়ক হওয়ার পর আপ্লুত। তিনি তাঁর নিজের অধিনায়কত্ব এবং ব্যাটিং নিয়ে কথা বলতে গিয়ে বলেন, “আমি মনে করি, আমার জন্য দলে তিন নম্বরের জায়গাটা বেশ নির্ভরযোগ্য কারণ এই পজিশনে আমি অসংখ্য রান করেছি এবং তিন নম্বরে খেলা আমার অভ্যেস। কিন্তু দলের প্রয়োজনে আমি যেকোনো জায়গায় খেলতে রাজি আছি।” শ্রেয়াস আইয়ার তাঁর বক্তব্যে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে, দলের দায়িত্ব নেওয়ার পর দলের দরকারে তিনি তার সর্বস্ব উজাড় করতে রাজি আছেন।
দলের সতীর্থদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন যে দলের স্বার্থে যেকোনো জায়গাতে খেলতে হলে তাতে বিন্দুমাত্র ভাবনার কোন জায়গা নেই এবং অন্যের উপর নির্ভর না করে নিজেদের কাঁধে দায়িত্ব তুলে নেওয়ার জন্য সতীর্থদের তিনি উৎসাহ দিয়েছেন।
এবার আমরা যদি কলকাতা দলকে দেখেনি তবে আমরা দেখব, এবারের কলকাতা দল বেশ ভারসাম্য যুক্ত। তারা দলে যেমন রাসেল থেকে নারিন এবং বরুণ চক্রবর্তী দের রেখে দিয়েছে, ঠিক তেমনভাবে নিলাম থেকে শ্রেয়াস আইয়ার, রাহানে, নিতিশ রানা এবং উমেশ যাদবদের মতো একাধিক অভিজ্ঞ প্লেয়ারদের নিজের দলে অন্তর্ভুক্ত করেছে। ফলে এবারের আইপিএল এ 26 শে মার্চ নিজেদের প্রথম ম্যাচ চেন্নাই এর সঙ্গে খেলতে যাওয়ার পূর্বে কলকাতা যে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে তা বলা যায়।