প্রথম টেস্টে অভিষেক হতে চলা এই ক্রিকেটার খেলবেন কোহলির জায়গায়, জানিয়ে দিলেন রাহানে

বাংলা হান্ট ডেস্কঃ কাল থেকে ভারত বনাম নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে চলেছে। বিরাট কোহলির অনুপস্থিতি-তে প্রথম ম্যাচে অধিনায়কত্ব করবেন অজিঙ্কা রাহানে। দীর্ঘদিন ধরেই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন উঠছিল যে বিরাটের বদলে ভারতীয় দলের চার নম্বরে ব্যাট করবেন কে? আজ সাংবাদিক সম্মেলনে এসে সেই কৌতূহলের অবসান ঘটালেন অধিনায়ক রাহানে।

সাংবাদিক সম্মেলনে এসে অজিঙ্কা রাহানে জানিয়ে দিয়েছেন প্রথম টেস্ট ম্যাচে ডেবিউ হতে চলেছে শ্রেয়স আইয়ারের। প্রায় দু বছর লাল বলে খেলার সুযোগ না পাওয়া সত্ত্বেও শ্রেয়স-কে স্কোয়াডে নেওয়া হয়েছিল। প্রশ্ন ছিল সূর্যকুমার যাদব এবং শ্রেয়স আইয়ারের মধ্যে কে প্রথম ডেবিউ করবেন? সমস্ত কৌতূহলের অবসান ঘটিয়ে রাহানে জানিয়ে দিয়েছেন যে প্রথম টেস্টে কোহলির জায়গায় শ্রেয়স-ই তাদের প্রথম পছন্দ।

shreyas iyer six 1573471687
সীমিত ওভারে একসময় ভারতীয় দলে নিয়মিত হলে উঠলেও চলতি বছরে খুব বেশি সুযোগ পায়নি শ্রেয়স। তার মূল কারণ অবশ্য চোটের কারণে ক্রিকেটের মুলস্রোত থেকে কয়েকদিনের জন্য বাধ্য হয়ে ছিটকে যাওয়া। সুস্থ হওয়ার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে খুব ভালো পারফরম্যান্স করতে পারেননি শ্রেয়স। তবে এবার সামনে রয়েছে পাঁচ দিনের ক্রিকেটে নিজেকে প্রমাণ করার সুযোগ। দীর্ঘদিন লাল বলের ক্রিকেট না খেললেও ঘরোয়া ক্রিকেটে চার দিনের ফরম্যাটে তার রেকর্ড যথেষ্ট বলিষ্ঠ। তাই তার ওপর ভরসা করতে দু বার ভাবেননি নির্বাচকরা।

বেশ কিছু অনিয়মিত ক্রিকেটার এই টেস্ট সিরিজে সুযোগ পেতে পারেন ভারতের প্রথম একাদশে। যেমন, দীর্ঘদিন পরে ভারতীয় স্কোয়াডে প্রত্যাবর্তন করা জয়ন্ত যাদব। মাঝে কিছুদিনের জন্য টেস্ট দল থেকে ছিটকে যাওয়া শুভমান গিল। দ্বিতীয় টেস্টে ফিরে আসবেন নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। তার আগে প্রথম টেস্টে যারা সুযোগ পাবেন তারা নিজেদের প্রমান করতে মরিয়া হয়ে থাকবেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর