বাংলা হান্ট নিউজ ডেস্ক: কলকাতার মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে ধাক্কা ভারতীয় শিবিরে। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ থেকে বাদ পড়েছেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এখন তার জায়গায় তিন নম্বরে দলে আসতে পারেন শ্রেয়স আইয়ার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভালো ফর্মে ছিলেন তিনি।
তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিকে হঠাৎ করেই বায়ো বাবল ব্রেক দিয়েছে বিসিসিআই। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ সহ শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজেও থাকছেন না তিনি। এমন পরিস্থিতিতে শ্রেয়াস আইয়ার তার বদলে দলে আসতে পারেন। এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছেন আইয়ার। কোহলির মতো, তিনি ধীরে ধীরে বড় ইনিংসের ভিত গড়তে পটু। এখন পর্যন্তও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।
শ্রেয়স আইয়ার ভারতের হয়ে তিনটি ফরম্যাটেই নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে ৮০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন তিনি। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বড় ইনিংস খেলে দলে নিজের জন্য জায়গা তৈরি করতে চান শ্রেয়স।
কিছুদিন আগে ১২.২৫ কোটি টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স তাকে আইপিএল নিলাম থেকে দলে নিয়ে নিজেদের অধিনায়ক নির্বাচিত করেছেন। আইপিএলে ৮৭ ম্যাচ খেলে ২৩৭৫ রান করেছেন আইয়ার। প্রয়োজনমতো ভারতীয় দলে যেকোনো পজিশনে ব্যাট করতে পারেন তিনি।