বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বেশ কিছুদিন ধরে সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। কলকাতা নাইট রাইডার্স (KKR) অধিনায়ক নিচের পিঠের চোট নিয়ে কি করবেন তা ভেবে পারছিলেন না। তার হাতে দুটি বিকল্প ছিল। তিনি অপারেশন করিয়ে নিতে পারেন, কিন্তু এই পদ্ধতি অবলম্বন করলে তাকে কয়েক মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হবে। আইপিএলের (IPL 2023) পর চলতি বছরে ভারতীয় দল (Team India) যে দুটি বিশ্বপর্যায়ের টুর্নামেন্ট খেলবেন তার মধ্যে অন্তত একটি থেকে তার ছিটকে যাওয়াটা নিশ্চিত হয়ে যাবে।
তার কাছে দ্বিতীয় বিকল্প ছিল অপারেশন না করে শুধুমাত্র ইনজেকশন ওষুধ এবং রিহ্যাবের মাধ্যমে সুস্থ থাকার চেষ্টা করা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ভারতের মাটিতে আয়োজিত হতে চলা বিশ্বকাপ হয়ে যাওয়ার পর অপারেশনের কথা ভাবা। কিন্তু সেক্ষেত্রে চোট নিয়ে খেলতে গেলে তা ভারতীয় তারকা কেরিয়ারের পক্ষেও বিপদজনক হয়ে দাঁড়াতে পারতো।
তাই অনেক ভেবেচিন্তে শেষ পর্যন্ত অস্ত্রোপচার করার কথাই ভাবলেন শ্রেয়স। আসন্ন আইপিএলে তাকে আর দেখা যাবে না সেই সঙ্গে তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারতের জার্সিতে মাঠে নামতে পারবেন না। অপারেশনের পর অন্তত তিন মাস তাকে মাঠের বাইরেই কাটাতে হবে।
কলকাতা নাইট রাইডার্স চলতি টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করার আগে ঘোষণা করেছিল যে তারা আশাবাদী যে টুর্নামেন্টের মাঝপথ থেকে তাদের নিয়মিত অধিনায়ক শ্রেয়স আইয়ারকে তারা ফিরে পাবেন। কিন্তু সেই আশা সফল হলো না। ভবিষ্যতের কথা ভেবে আপাতত আইপিএল থেকে নিজেকে দূরেই রাখলেন ভারতের ওডিআই ও টেস্ট দলের গুরুত্বপূর্ণ এই সদস্য।
এই পিঠের চোট কাটিয়ে তিনি আবার বিশ্বকাপের আগে নিজেকে ভারতীয় ওডিআই দলে প্রতিষ্ঠিত করে তুলতে পারবেন কিনা সেই নিয়ে কিছুটা সন্দেহ থেকেই যাচ্ছে। সাধারণত দীর্ঘ বিরতির পর যখন ক্রিকেটাররা মাঠে নামেন তখন পুরোনো ছন্দ খুঁজে পাওয়া কিছুটা সমস্যার হয়ে পড়ে। পিঠের চোটের কারণে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে অংশ নিতে পারেননি। চোট তাকে বেশ কিছুদিন ধরে ভোগাচ্ছে। ফলে এর চেয়ে বেশি ঝুঁকি নেওয়াতে নেওয়া উচিত বলে মনে করেননি।