বাংলাহান্ট ডেস্ক: কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) ‘এমারজেন্সি’ (Emergency) ছবির প্রথম ঝলক যেদিন থেকে প্রকাশ্যে এসেছে সেদিন থেকেই বিভিন্ন মহলে উত্তেজনা তৈরি হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) শাসনকালে দেশে যে জরুরি অবস্থা জারি হয়েছিল সেই সময়কার ভয়াবহতা উঠে আসবে ছবির গল্পে। ইন্দিরা রূপে কঙ্গনার লুক আগেই প্রকাশ্যে এসেছে। এবার দেখা মিলল অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee)।
ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে দেখা যাবে অভিনেতা শ্রেয়স তলপড়েকে (Shreyas Talpade)। অতি সম্প্রতি তাঁর লুক প্রকাশ্যে আনা হয়েছে ছবি নির্মাতাদের তরফে। শ্রেয়স নিজেও পোস্টারটি শেয়ার করেছেন। সঙ্গে অটল বিহারীর জনপ্রিয় কবিতা ‘কদম মিলকে চলনা হোগা’র কয়েক লাইনও উদ্ধৃত করেছেন।
শ্রেয়স বলেন, “অটল বিহারী বাজপেয়ী ভারতের ইতিহাসে অন্যতম বিচক্ষণ, শিক্ষিত, প্রভাবশালী এবং একই সঙ্গে জনপ্রিয় প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তোলা তো শুধু একটা বড় সুযোগ নয়, খুবই গর্ব এবং আরো বড় দায়িত্বের ব্যাপার। আশা করি সবার প্রত্যাশা পূরণ করতে পারব।”
‘মণিকর্ণিকা’ ছবির পর এমারজেন্সির পরিচালকের আসনেও থাকছেন কঙ্গনা নিজেই। ‘কুইন’ এর ঢালাও প্রশংসা করে শ্রেয়সের দাবি, তিনি দেশের সবথেকে ভাল অভিনেত্রীদের মধ্যে একজন। তাঁকে সামনে থেকে পরিচালনা করতে দেখার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। পরিচালক কঙ্গনাকে দশে দশ দিয়েছেন শ্রেয়স। অভিনেত্রীর দৃষ্টিভঙ্গি নাকি খুবই স্পষ্ট। তাই তাঁর সঙ্গে কাজ করেও আনন্দ।
https://www.instagram.com/p/CggJqDLj5hl/?igshid=YmMyMTA2M2Y=
অন্যদিকে টিজার বেরোনোর পরপরই বিতর্ক শুরু হয়েছে এমারজেন্সি নিয়ে। মধ্যপ্রদেশে এমারজেন্সি ছবিটি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে কংগ্রেস। দলের মিডিয়া বিভাগের তরফে এমনো দাবি করা হয়েছে, কঙ্গনা রানাওয়াত বিজেপির এজেন্ট। তাই গেরুয়া শিবিরের কথাতেই ইন্দিরা গান্ধীর ভাবমুর্তি নষ্ট করার চেষ্টা করছেন। কংগ্রেসের তরফে শর্ত দেওয়া হয়েছে, এমারজেন্সি ছবিটি দর্শকদের জন্য মুক্তি দেওয়ার আগে তাদের দেখার ব্যবস্থা করতে হবে।
প্রসঙ্গত, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রীর গদিতে থাকাকালীন ১৯৭৫ সালে বিতর্কিত এমারজেন্সির সময়কার ঘটনবলী উঠে আসবে এই ছবিতে। আগামী বছর মুক্তির পেতে চলেছে ‘এমারজেন্সি’।