৯ কোটি টাকার প্রতারণার অভিযোগ, চিটফান্ড কাণ্ডে অবশেষে নীরবতা ভাঙলেন শ্রেয়স

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক : চিটফান্ড কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে বলিউড অভিনেতা শ্রেয়স তলপড়ে (Shreyas Talpade)। উত্তরপ্রদেশে চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত দুটি সংস্থার নাকি নাম জড়িয়ে রয়েছে অভিনেতার। সেই অভিযোগেই মামলা তাঁর বিরুদ্ধে। তিনি একা নন, আরেক অভিনেতা অলোক নাথের বিরুদ্ধে উঠেছে একই অভিযোগ। প্রথমে বিষয়টি নিয়ে মুখে কুলুপ আঁটলেও শুক্রবার অবশেষে বিবৃতি এল শ্রেয়সের টিমের তরফে।

চিটফান্ড কাণ্ড নিয়ে মুখ খুললেন শ্রেয়স (Shreyas Talpade)

চিটফান্ড প্রতারণার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে বিবৃতিতে দাবি করা হয়েছে, এমন কোনো প্রতারণার সঙ্গেই যুক্ত নন শ্রেয়স (Shreyas Talpade)। অভিনেতা অনেক পরিশ্রম করে তবে এই উচ্চতায় পৌঁছেছেন। সেই কারণেই সম্ভবত তাঁর বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, যিনি কষ্ট করে, নিজে পরিশ্রম করে জনপ্রিয়তা পান, তাঁর বিরুদ্ধে মিথ্যে খবর রটিয়ে টেনে নামানোর চেষ্টা করাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। এই ধরণের খবরের কোনো ভিত্তি নেই।

Shreyas talpade opened up about chitfund

কী বলা হয়েছে বিবৃতিতে: বিবৃতিতে আরো বলা হয়, নিজের সততার জোরেই বিভিন্ন প্রথম সারির অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে থাকেন শ্রেয়স (Shreyas Talpade)। তিনি যদি সৎ না হতেন তাহলে এই ধরণের অনুষ্ঠানে ডাক পেতেন না। সেখানে আরো লেখা হয়েছে, কোনো অভিনেতার দিকে আঙুল তোলার আগে অভিযোগটা একবার যাচাই করে নেওয়া উচিত। নয়তো কোনো সৎ ব্যক্তির গায়ে কলঙ্কের কালি ছেটে।

আরো পড়ুন : বিপুল টাকার ঘুষ! চরম দুর্নীতি রাজ্যে, তল্লাশিতে ১১.৬৪ কোটির “ক্যাশ” উদ্ধার ইডির, শুরু হইচই

প্রতারণার ঘটনায় জড়িয়েছে নাম: প্রসঙ্গত, প্রতারণার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। থ্রিফট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এবং লোনি আরবান মাল্টিস্টেট ক্রেডিট নামক দুটি সংস্থার বিরুদ্ধেই মূলত অভিযোগ। অর্থ বিনিয়োগের বদলে কম সময়ে মোটা সুদের লাভ দেখিয়ে ওই দুই সংস্থা টাকা আদায় করত বলে অভিযোগ। তাদের নিশানায় ছিল মূলত গ্রামের বাসিন্দারা। কিন্তু পরে তাদের আর টাকা ফেরত দেওয়া হত না বলে অভিযোগ।

আরো পড়ুন : হতে চলেছে সব রহস্যের সমাধান? মঙ্গলে যা খুঁজে পেল NASA-র রোভার….চমকে গেলেন বিজ্ঞানীরাও

অভিযুক্ত দুই সংস্থার সঙ্গে নাকি যুক্ত রয়েছেন শ্রেয়স (Shreyas Talpade)। এক প্রতারিত ব্যক্তি প্রথমে শ্রীনগরের মাহোবা থানায় এফআইআর দায়ের করেছিলেন এই ঘটনায়। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। শ্রেয়স এবং অলোক নাথের বিরুদ্ধে কমপক্ষে ৯ কোটি টাকার প্রতারণা করার অভিযোগ উঠেছে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X