‘আমি বেঁচে আছি…’, মৃত্যুর মিথ্যে খবরে ক্ষুব্ধ শ্রেয়স তালপাড়ে

অভিনেতা শ্রেয়স তালপাড়ে (Shreyas Talpade) সম্পর্কে একটি মিথ্যে পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছিল। এই পোস্টে অভিনেতার ভুয়ো মৃত্যুর খবর ছিল। এই খবর দেখে হতবাক শ্রেয়াসের ভক্তরা (Shreyas Talpade)। শ্রেয়স তালপাড়ে এই ভুয়ো খবর সম্পর্কে জানতে পেরে, অভিনেতা এটি সম্পর্কে ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট করেছেন। তিনি বলেছিলেন যে তিনি বেঁচে আছেন, সুখী এবং সুস্থ আছেন। সেই সঙ্গে ভক্তদেরও ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা।

শ্রেয়স লিখেছেন- ‘আমি সবাইকে বলতে চাই যে আমি বেঁচে আছি, সুখী এবং সুস্থ আছি। কয়েকটি পোস্টে আমার মৃত্যুর দাবি করা হচ্ছে সে বিষয়ে আমি জানতে পেরেছি। আমি বুঝতে পারি যে এটি মিমের জন্য প্রয়োজন, কিন্তু অপব্যবহার হলে এটি প্রকৃত ক্ষতির কারণ হতে পারে। একটি রসিকতা হিসাবে যা শুরু হয়েছিল তা এখন সবাইকে টেনশনে ফেলেছে এবং যারা আমার, বিশেষ করে আমার পরিবারের যত্নশীল তাদের আবেগ নিয়ে খেলছে।’

   

Shreyas Talpade

এই খবর দেখে হতবাক শ্রেয়সের (Shreyas Talpade) ভক্তরা

শ্রেয়স আরও লিখেছেন- ‘আমার ছোট মেয়ে, যে প্রতিদিন স্কুলে যায়, আমার স্বাস্থ্য নিয়ে চিন্তিত এবং ক্রমাগত প্রশ্ন করে এবং জানতে চায় যে আমি ভালো আছি। এই মিথ্যা খবরগুলো তাকে আরও দুঃখিত করে এবং তাকে আরও প্রশ্ন করতে বাধ্য করে। যারা এই ধরনের বিষয়বস্তু ঠেলে দিচ্ছেন তাদের উচিত এটি বন্ধ করা এবং এর প্রভাব সম্পর্কে চিন্তা করা। কিছু লোক আসলে আমার স্বাস্থ্যের জন্য সত্যিই প্রার্থনা করে, তাঁরা এগুলো দেখে কষ্ট পায়।’

তিনি বলেন, ‘শুধুমাত্র যে ব্যক্তিকে টার্গেট করা হচ্ছে তা নয়, তার সাথে জড়িত ব্যক্তিরা যেমন পরিবার এবং বিশেষ করে ছোট বাচ্চারাও এই পরিস্থিতি পুরোপুরি বুঝতে সক্ষম নয়। এটা বন্ধ করুন। এটা কারও সঙ্গে করবেন না। তাই অনুগ্রহ করে এই বিষয় গুলোতে আরও একটি বেশি সংবেদনশীল হন।’

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর