বাংলা হান্ট ডেস্কঃ বড় ঝটকা খেলো অমরনাথের ভক্তরা। এই বছর হওয়া অমরনাথ যাত্রা (Amarnathji Yatra) রদ করে দিলো অমরনাথ শ্রাইন বোর্ড। করোনার কারণে এবছরের অমরনাথ যাত্রা রদ করা হয়েছে। জম্মু কাশ্মীর সরকারের রাজভবনের জারি আদেশে বলে হয়েছে যে, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড নির্ণয় নিয়েছে যে, এই বছরের অমরনাথ যাত্রা আয়োজন আর সঞ্চালন করা উচিৎ হবে না। আদেশে যাত্রা রদ করার ঘোষণার সাথে সাথে দুঃখও প্রকাশ করা হয়েছে।
Based upon the circumstances, Shri Amarnathji Shrine Board decided that it is not advisable to hold and conduct this year’s Shri Amarnathji Yatra and expressed its regret to announce the cancellation of Yatra 2020: Raj Bhavan, Government of Jammu & Kashmir pic.twitter.com/cSX95tcjaQ
— ANI (@ANI) July 21, 2020
উল্লেখ্য, এর আগে অমরনাথ যাত্রা ২৩ জুন আর এরপর ২১ জুলাই থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু করোনার কারণে যাত্রা শুরু করা সম্ভব হয়নি। যদিও, অমরনাথ যাত্রা শুরু করা নিয়ে প্রশাসন প্রস্তুতি নিচ্ছিল। অনেকবার রুটও বদল করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। যাত্রীদের হেলিকপ্টারের মাধ্যমে বাবা বরফানির দর্শন করানোর চিন্তা ভাবনা নেওয়া হয়েছিল।
শ্রাবণ পূর্ণিমা, মানে ৩রা আগস্ট পর্যন্ত পবিত্র গুহায় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আরতি চলবে। করোনার সঙ্কটের কথা মাথায় রেখে ২১ জুলাই থেকে হেলিকপ্টারের মাধ্যমে বালটাল ট্র্যাক থেকে যাত্রা শুরু করা নিয়ে ভাবনা চিন্তা চলছিল। আরেকদিকে রাজ্য প্রশাসন রাজ্যে বেড়ে চলা করোনার মামলার দিকে নজর লাগিয়ে বসেছিল। রাজ্যে বর্ধিত করোনার মামলার কারণে পবিত্র গুহায় করা আরতির লাইভ ভিডিও সোজাসুজি দূরদর্শনে দেখানো হয়।
যাত্রা মার্গে কাঠুয়া থেকে শুরু করে প্রায় সব এলাকায় প্রতিদিনই করোনার মামলা বেড়ে চলেছে। সরকার করোনার বর্ধিত মামলার কথা মাথায় রেখেই যাত্রা রদ করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও, লক্ষণপুর প্রবেশ দ্বার দিয়ে যাত্রীদের স্বাগত জানানোর জন্য তোরণ বানানো হয়ে গিয়েছিল। শহরের জায়গায় জায়গায় যাত্রীদের স্বাগত জানাতে হোডিংও লাগানো হয়েছিল। জম্মুর ভগবতী নগরের বেস ক্যাম্পেও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল।