মহালয়ার অনুষ্ঠানে দেবী রূপে পর্দায় কামব্যাক শ্রুতি-ঐন্দ্রিলার, রইল প্রথম প্রোমো

বাংলাহান্ট ডেস্ক: দূর্গাপুজোর (Durgapuja) অপেক্ষায় দিন গোণা শুরু হয়ে গিয়েছে বাঙালির। চার দিন ব্যাপী মহোৎসবের জন্য এক বছর ধরে হা পিত্যেশ করে অপেক্ষায় থাকে সকলে। দূর্গাপুজোর ঠিক আগেই আসে মহালয়া (Mahalaya), যেদিন থেকে দেবীপক্ষের সূচনা হয়। এ দিনের গুরুত্বও বড় কম নয়। মহালয়ার ভোর হয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে ‘মহিষাসুরমর্দিনী’ দিয়ে। তারপর বিভিন্ন চ্যানেলে হয় মহালয়ার বিশেষ অনুষ্ঠান।

এ বছর কালার্স বাংলার মহালয়ার অনুষ্ঠানে দেবী দূর্গা রূপে দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। এ খবর তো অনেক আগেই জানা গিয়েছিল। তবে মহালয়ার অনুষ্ঠানে তো শুধু মহিষাসুরমর্দিনী থাকেন না। অনেক চ্যানেলেই দশমহাবিদ্যার নানান রূপের বর্ণনা দেওয়া হয়। এ বারে কালার্সের অনুষ্ঠান ‘দেবী দশমহাবিদ্যা’তে দেবী দুর্গার অন্য রূপদেরও বর্ণনা করা হবে।

Mahalaya
সাম্প্রতিক প্রোমোতে দেখা গেল দশমহাবিদ্যার অন্য রূপগুলিতে কোন কোন অভিনেত্রীকে দেখা যাবে। এবারে দেবী ভুবনেশ্বরী রূপে দেখা যাবে অদ্রিজা রায়কে। দেবী কালী সেজেছেন শ্রুতি দাস, দেবী ছিন্নমস্তা রূপে দেখা মিলবে দেবাদৃতা বসুর। দেবী কমলা রূপে দেখা যাবে ডোনা ভৌমিক এবং দেবী বগলা রূপে দেখা যাবে তিতিক্ষা দাসকে।

https://www.instagram.com/tv/ChmSZgxM1YX/?igshid=YmMyMTA2M2Y=

দেবলীনা দত্ত অভিনয় করবেন দেবী ত্রিপুরাসুন্দরীর চরিত্রে, দেবী ভৈরবী রূপে দেখা যাবে রিমঝিম মিত্রকে। মা তারা সেজেছেন সংঘমিত্রা তালুকদার, দেবী মাতঙ্গী রূপে পর্দায় কামব্যাক করছেন ঐন্দ্রিলা শর্মাশর্মা এবং দেবী ধূমাবতী রূপে দেখা যাবে সৈরিতী বন্দ্যোপাধ্যায়কে।

Rituparna 1
এই প্রথম বার টেলিভিশনে মহালয়ার অনুষ্ঠানে দেবী দূর্গা রূপে দেখা যাবে ঋতুপর্ণা কে। যদিও তাঁকে মহিষাসুরমর্দিনী রূপে দেখে অনেকে কটাক্ষ করেছেন। কেউ কটাক্ষ করেছেন, বুড়ি দূর্গা! আবার কারোর প্রশ্ন, আর কাউকে পেল না চ‍্যানেল? একজন লিখেছেন, ঋতুপর্ণা অভিনয় ভাল করেন এটা ঠিক। কিন্তু দেবী দূর্গা রূপে তাঁকে ঠিক মানাচ্ছে না। তবে ঋতুপর্ণা এসব ট্রোলে পাত্তা দিতে রাজি নন। ব‍্যস্ত শিডিউলের মধ‍্যে থেকেও সময় বের করে ভোর পর্যন্ত কাজ করেছেন তিনি ও তাঁর টিম।

Niranjana Nag

সম্পর্কিত খবর