স্বর্ণেন্দু নন, দোলে অন‍্য এক পুরুষের হাতে আবির মাখলেন শ্রুতি! নেটপাড়ায় শুরু জল্পনা

বাংলাহান্ট ডেস্ক: আগেই জানিয়েছিলেন, এবার আর দোলে কলকাতা নয়। বাবা অসুস্থ থাকায় কাটোয়াতেই নিজের বাড়িতে রঙ খেলবেন শ্রুতি দাস (Shruti Das)। কিন্তু শুক্রবার দেখা গেল অন‍্য রকম ছবি। দীর্ঘদিনের প্রেমিক স্বর্ণেন্দু সমাদ্দারের (Swarnendu Samaddar) সঙ্গে নয়, বরং অন‍্য এক পুরুষের রঙের ছোঁয়া লাগল অভিনেত্রীর গালে। ব‍্যাপারটা কী?

সোশ‍্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি, ভিডিও শেয়ার করেছেন শ্রুতি। দোল উপলক্ষে তাঁর ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলও। শ্রুতির সাদা চুড়িদার, খোলা চুল আবিরে রাঙা। সঙ্গে একজন পুরুষ। তিনিই পরম যত্নে কখনো আবির মাখিয়ে দিচ্ছেন অভিনেত্রীর গালে, আবার কখনো কপালে এঁকে দিচ্ছেন আদরের চুম্বন। তিনি অভিনেতা দেবজ‍্যোতি রায়চৌধুরী।

IMG 20220318 153444
রঙের উৎসবে স্বর্ণেন্দুকে ছেড়ে দেব‍্যজ‍্যোতির সঙ্গে কেন শ্রুতি? এমন দিনে প্রিয় মানুষদের হাতের রঙই মাখতে চান সকলে। শ্রুতি স্বর্ণেন্দুকে একসঙ্গে না দেখায় দুজনের সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু জানিয়ে দিই, এমন জল্পনার কোনো কারণই নেই। আসলে দোল উপলক্ষে একটি বিশেষ ফটোশুটের জন‍্য জুটি বেঁধেছিলেন শ্রুতি দেবজ‍্যোতি।

https://www.instagram.com/p/CbO4N5RLPjf/?utm_medium=copy_link

সেই শুটের ছবি ও ভিডিওই সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শ্রুতি। হবু স্ত্রীর এই ফটোশুটের প্রশংসা করেছেন পরিচালক স্বর্ণেন্দুও। নতুন কাজের জন‍্য অনুরাগীদের থেকে প্রশংসা শ্রুতি পেয়েছেন বটে, তবে তাদের আর্জি স্বর্ণেন্দু শ্রুতি জুটির দোল খেলার ছবি দেখার।

https://www.instagram.com/p/CbPDVyjsSgY/?utm_medium=copy_link

https://www.instagram.com/reel/CbOqkVgIADw/?utm_medium=copy_link

প্রসঙ্গত, শেষ বার ‘দেশের মাটি’ সিরিয়ালে নোয়া চরিত্রে দেখা গিয়েছিল শ্রুতিকে। সেই সিরিয়াল মাঝপথে শেষ হয়ে যাওয়ার পর থেকে আর টেলিভিশনের পর্দায় দেখা যায়নি শ্রুতিকে। কাটোয়ায় ফিরে গিয়েছেন তিনি। শ্রুতি জানান, এতদিন পর্যন্ত যা যা সিরিয়ালে ডাক পেয়েছেন সবগুলোই হয় পার্শ্ব চরিত্রের জন‍্য আর নয়তো ক‍্যামিও।

নায়িকার চরিত্রে এখনো পর্যন্ত ডাক আসেনি তাঁর। এমনকি একটি সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে প্রস্তাব পেলেও তাঁকে না জানিয়েই বদলে দেওয়া হয়। পরপর দুটি সিরিয়ালে নিজের যোগ‍্যতার প্রমাণ দিয়েছেন শ্রুতি। দর্শক ভালোও বেসেছে। তবুও এখনো মনমতো চরিত্র পাচ্ছেন না তিনি। তবে শ্রুতি হার মানতে রাজি নন। তাঁর স্পষ্ট বক্তব‍্য, যোগ‍্য সম্মান দিয়ে যদি ফের ডাক পান তবেই তিনি টেলি ইন্ডাস্ট্রিতে ফিরবেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর