প্রথা ভাঙার মজাই আলাদা, সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে বোনপোকে ‘মিমিভাত’ খাওয়ালেন শ্রুতি

বাংলাহান্ট ডেস্ক: আগেই বার্তা দিয়েছিলেন, নতুন বছরেও তথাকথিত সামাজিক সংষ্কার, প্রথা ভাঙবেন। যেকোনো রকম অন‍্যায় প্রথার বিরুদ্ধেই সোচ্চার হয়ে আসছেন অভিনেত্রী শ্রুতি দাস (shruti das)। এবারও করলেন তেমনটাই। বোনপোকে ‘মিমিভাত’ খাইয়ে সমাজের চলে আসা এই সব নিয়মের গোড়ায় আঘাত হেনেছেন দেশের মাটির ‘নোয়া’।

সোশ‍্যাল মিডিয়ায় বোনপোর অন্নপ্রাশনের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন শ্রুতি। লাল সাদা প্রিন্টের হ‍্যান্ডলুম শাড়ি, সাদা কালো স্লিভলেস ব্লাউজ, খোলা চুলে সেজেছেন তিনি। তাঁর সামনে থালায় থরে ভাত ও পঞ্চব‍্যঞ্জন। বোনপোকে কোলে বসিয়ে আদর করে তার মুখে প্রথম ভাত তুলে দিচ্ছেন শ্রুতি।

IMG 20220107 171813 1
বাঙালিদের অন্নপ্রাশনের নিয়ম অনুযায়ী, শিশুকে প্রথমে তার মামা বা কাকারাই ভাত খাওয়ায়। কিন্তু এমন কোথায় লেখা আছে যে মাসিরা খাওয়াতে পারবে না? ঠিক এই প্রশ্নটাই তুলেছেন শ্রুতি। ছবিগুলি শেয়ার করে ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘নিজের বোনপোকে মিমিভাত খাওয়ানোর মজাই আলাদা। সাথে সাফল‍্যও। প্রথা ভাঙার আলাদাই আনন্দ। সব সময়ে মামাভাত কেন? মা মাসিরাই তো রোজ খাওয়ায় বাচ্চাদের। বাবা মেসো রা কদাচিৎ।’

কমেন্ট বক্সে শ্রুতিকে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা। প্রথা ভেঙে কোনো ভুল করেননি তিনি, বরং সঠিক কাজটাই করেছেন, নোয়াকে সমর্থন করেছেন অনুরাগীরা। প্রথম থেকেই প্রতিবাদী রূপ দেখা গিয়েছে শ্রুতির। ২০২১ এ কম কটুক্তি শুনতে হয়নি শ্রুতিকে। সবই বিনা কারণে! ‘দেশের মাটি’তে তাঁর অভিনীত চরিত্র নোয়াকে স্রেফ পছন্দ না হওয়ার জন‍্য দর্শকদের একাংশের কটাক্ষ সয়েছেন শ্রুতি। নোংরা মন্তব‍্য করা হয়েছে তাঁর গায়ের রঙ নিয়েও।

https://www.instagram.com/p/CYqEZXNPzVa/?utm_medium=copy_link

কিন্তু শ্রুতি বরাবরই স্পষ্টবাদী। নিজে সৎ থেকে সমস্ত ট্রোলারদের উচিত জবাব দিয়ে এসেছেন তিনি বারে বারে। দেশের মাটি অবশ‍্য বেশ কয়েক মাস হল শেষ হয়েছে। নতুন কাজ শুরুর আগে বিরতি উপভোগ করছেন অভিনেত্রী। সঙ্গে চলছে সোশ‍্যাল মিডিয়া পোস্ট এবং ইউটিউবে ভিডিও শেয়ার। আগামী প্রোজেক্ট কবে আসবে তা এখনো জানাননি শ্রুতি।

Niranjana Nag

সম্পর্কিত খবর