কারোর দয়ায় নয়, সৎ পথে থেকে কাজ পেয়েছি, কামব‍্যাকের আগেই নিন্দুকদের মুখ বন্ধ করলেন শ্রুতি

বাংলাহান্ট ডেস্ক: কথায় বলে ইতিহাসের পুনরাবৃত্তি হয়। অভিনেত্রী শ্রুতি দাসের (Shruti Das) সঙ্গেও ঘটেছে একই ঘটনা। যে চ‍্যানেলের হাত ধরে ছোটপর্দায় পা রেখেছিলেন তিনি, আবার সেই চ‍্যানেলেই ফিরে এসেছেন অভিনেত্রী। সেই একই নায়ক, একই পরিচাল, যিনি কিনা শ্রুতির হবু স্বামীও বটে। নিন্দুকরা অবশ‍্য খোঁচা মারার কোনো সুযোগই ছাড়ছে না। তাদের উদ্দেশে এবার স্পষ্ট জবাব দিলেন শ্রুতি।

জি বাংলায় ‘নয়ন’ হয়ে অভিনয়ের সফর শুরু করেছিলেন শ্রুতি। ‘ত্রিনয়নী’ সিরিয়ালে শ্রুতি গৌরব জুটিকে পেয়েছিল দর্শক। তারপর স্টার জলসায় চলে যান অভিনেত্রী। ‘দেশের মাটি’র নোয়া হয়ে ওঠেন তিনি। কিন্তু ভালবাসার সঙ্গে চূড়ান্ত নেতিবাচকতার সম্মুখীনও হতে হয়েছিল শ্রুতিকে।

Shruti das serial
গায়ের রঙ, এমনকি সিরিয়ালে তাঁর চরিত্রটির জন‍্যও কটাক্ষের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। দেশের মাটি সময়ের আগেই শেষ হয়ে যায়। অন‍্যান‍্য অভিনেতা অভিনেত্রীরা নতুন সিরিয়ালে সুযোগ পেয়ে গেলেও শ্রুতির ডাক আসেনি। অবশেষে একটি বছর অপেক্ষার পর আবার পুরনো চ‍্যানেলেই ফিরলেন তিনি। এবার ‘রাঙা বউ’ এর ‘পাখি’ হয়ে।

শ্রুতির কামব‍্যাকের খবরেও ব‍্যঙ্গ, বিদ্রুপের ঝড় নেটপাড়ায়। সেই প্রেমিক স্বর্ণেন্দু সমাদ্দারের সিরিয়াল দিয়েই ফিরতে হচ্ছে, এমনি কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী। যাবতীয় সমালোচনা, বক্রোক্তির এবার সপাটে উত্তর দিলেন শ্রুতি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পর্দার পাখি বলেন, অনেক অডিশন দিয়েছিলেন। সুযোগ পাননি। অবশেষে ডাক পেয়েছেন। সর্বোপরি সৎ পথে থেকে কাজ পেয়েছেন। তাঁর হাত ধরে ফিরিয়ে এনেছে চ‍্যানেল। আর কোনো নিন্দায় কর্ণপাত করতেই রাজি নন তিনি। ‘কুছ তো লোগ কহেঙ্গে, লোগো কা কাম হ‍্যায় কহেনা’, এতেই বিশ্বাসী শ্রুতি। তিনি শুধু নিজের কাজে ফোকাস করছেন।

নায়ক, পরিচালক, চ‍্যানেল, ফ্লোর সব রয়েছে আগের মতোই। বদলেছেন কেবল শ্রুতি। অভিনেত্রী বলেন, আগে চোখ কান এত খোলা ছিল না। এত ফ‍্যানপেজও ছিল না, আর এত সমালোচনাও ছিল না। তখনি ভাল ছিলেন। কিন্তু এই ইন্ডাস্ট্রিতে একটা সম্পর্কে জড়ালে যে এত কথা শুনতে হয় তা জানা ছিল না শ্রুতির।

তবে এখন এসব অনেকটাই বুঝতে শিখেছেন শ্রুতি। সেই সঙ্গে শিখেছেন নেতিবাচকতাকে পাত্তা না দেওয়া। কারোর দয়ায় নয়, নিজের যোগ‍্যতায় কাজ পেয়েছেন তিনি। মেয়ে সৎ পথে থেকে এগিয়ে যাচ্ছে, গর্বিত শ্রুতির বাবা মা-ও।

Niranjana Nag

সম্পর্কিত খবর