শ্রুতির স্বপ্নপূরণের সঙ্গী প্রেমিক স্বর্ণেন্দু, নতুন ভিডিও নিয়ে আসছেন ‘দেশের মাটি’র নোয়া

Published On:

বাংলাহান্ট ডেস্ক: জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ত্রিনয়নীর মুখ‍্য চরিত্রে অভিনয় করে কিছুদিনের মধ‍্যেই সবার মন জয় করে নিয়েছিলেন শ্রুতি দাস (shruti das)। শুধু রূপ নয়, গুণবতীও বটে শ্রুতি। প্রথম সিরিয়ালের সাফল‍্যের পরেই তিনি পেয়ে গিয়েছেন দ্বিতীয় সিরিয়াল। স্টার জলসার ‘দেশের মাটি’ সিরিয়ালে অভিনয় করছেন শ্রুতি।

শুধু সিরিয়ালে অভিনয় করে ক্ষান্ত হননি শ্রুতি। খুলে ফেলেছেন নিজের একটি ইউটিউব চ‍্যানেল। যেখানে বিভিন্ন বিষয় নিয়ে ভ্লগ আপলোড করেন তিনি। শ্রুতির অনুরাগীরা বরাবরই তাঁকে নিয়ে একটু বেশিই কৌতূহলী। তাই ব‍্যক্তিগত জীবনেরও টুকটাক আপডেট দিতে এই ইউটিউব চ‍্যানেলটি খুলেছেন অভিনেত্রী।


এতদিন চ‍্যানেলে নিজের, পরিবারের ও বন্ধুদের কয়েকটি ভিডিও শেয়ার করেছিলেন শ্রুতি। এবার তাঁর সঙ্গে যোগ দিলেন প্রেমিক স্বর্ণেন্দুও (swarnendu samaddar)। স্বর্ণেন্দু সমাদ্দার টেলিপাড়ার এক নামী পরিচালক। প্রেমিককে সঙ্গে নিয়েই নতুন ভিডিও বানাতে চলেছেন শ্রুতি।

খুব শীঘ্রই অভিনেত্রীর ইউটিউব চ‍্যানেলে আসছে একটি ট্রাভেল ভ্লগ। তারই টিজার হিসেবে একটি রিল ভিডিও শেয়ার করলেন শ্রুতি। তাঁর সঙ্গে দেখা গেল স্বর্ণেন্দুকেও। একটা গোটা দিন মনের মানুষের সঙ্গে কাটালেন শ্রুতি। হাসলেন, গল্প করলেন, পায়ে পা মিলিয়ে হাঁটলেন। তা নিয়েই ট্রাভেল ভ্লগ। রিল ভিডিওটি ইতিমধ‍্যেই বেশ ভাইরাল হয়ে গিয়েছে।

https://www.instagram.com/reel/CRAuLKFABJM/?utm_medium=copy_link

‘ত্রিনয়নী’ সিরিয়ালের সেটেই স্বর্ণেন্দুর সঙ্গে আলাপ শ্রুতির। সেখান থেকেই শুরু প্রেম। ত্রিনয়নীর পরিচালক ছিলেন স্বর্ণেন্দু সমাদ্দার। স্বর্ণেন্দু বয়সে শ্রুতির চেয়ে ১৪ বছরের বড়। তবে দুজনের বয়সের ফারাক নিয়ে দুই পরিবারের দিক থেকেও আপত্তি এসেছিল। কিন্তু শ্রুতির জেদের কাছে তা ধোপে টেকেনি।

সম্পর্কিত খবর

X