প্রাণে ভয়ডর নেই! হিমাচল প্রদেশে গিয়ে প‍্যারাগ্লাইডিং করলেন শ্রুতি, ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ডিসেম্বরের মাঝামাঝি। বছর শেষ হতে আর কয়েক দিনের দেরি। নিম্নচাপ কেটে রোদ উঠতেই ঘুরুঘুরু মন বাঙালির। তালিকায় নাম লিখিয়েছেন অভিনেত্রী শ্রুতি দাসও (shruti das)। তবে কলকাতায় নয়, বেড়ুবেড়ু করতে তিনি পাড়ি দিয়েছেন হিমাচলে। একা নয়, সপরিবারে কয়েক দিনের জন‍্য পাহাড়ি শীত উপভোগ করতে হিমাচল ভ্রমণ শ্রুতির।

সফর শুরুর মুহূর্ত থেকেই সোশ‍্যাল মিডিয়ায় অনুরাগীদের জন‍্য ছবি শেয়ার করছিলেন শ্রুতি। ট্রেনে বসেই কয়েকটি ছবি শেয়ার করে লিখেছিলেন,  ‘সফর শুরু হল। সফথেকে কাঙ্খিত দলের সঙ্গে সবথেকে প্রতীক্ষিত ট্রিপ।’ শ্রুতির সঙ্গে গিয়েছেন তাঁর মা, বাবা, ভাই সহ পরিবারের অন‍্য সদস‍্যরা।

তারপরেই সিমলার ম‍্যালে একটি রিল ভিডিও বানিয়ে অনুরাগীদের বলেছিলেন, জায়গাটা অনুমান করতে। অনেকেই সঠিক অনুমান করেছিলেন। তারপর একে একে ছবি, ভিডিও ভাগ করে নিয়েছেন শ্রুতি। তার মধ‍্যে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। প‍্যারাগ্লাইডিং করতে দেখা গিয়েছে শ্রুতিকে। ভয় পাওয়া তো দূরে থাক, সেলফি স্টিক নিয়ে পুরো অ্যাডভেঞ্চার রাইডটাই ক‍্যামেরাবন্দি করেছেন তিনি। সেই ভিডিও শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে।

https://www.instagram.com/p/CXJhiFcM18i/?utm_medium=copy_link

https://www.instagram.com/reel/CXNjw57Ayc9/?utm_medium=copy_link

মাস দুয়েক আগেই শেষ হয়েছে স্টার জলসার সিরিয়াল ‘দেশের মাটি’। সেখানে মুখ‍্য চরিত্র নোয়ার ভূমিকায় অভিনয় করতেন শ্রুতি। তবে প্রশংসার তুলনায় সমালোচনাই বেশি সইতে হয়েছে তাঁকে। মূলত, সিরিয়ালের আরো দুই মুখ‍্য চরিত্র রাজা মাম্পির ভক্তরাই বারংবার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন শ্রুতি ওরফে নোয়াকে। এমনকি গায়ের রং নিয়েও কুরুচিকর আক্রমণের মুখে পড়তে হয়েছে তাঁকে। কিন্তু মুখ বুজে না থেকে প্রতিবারই ট্রোলের সপাটে জবাব দিয়েছেন শ্রুতি।

https://www.instagram.com/p/CXSsXuHvLaA/?utm_medium=copy_link

https://www.instagram.com/reel/CXWRjTkgg-0/?utm_medium=copy_link

https://www.instagram.com/p/CXYEPriv14u/?utm_medium=copy_link

৩১ অক্টোবর শেষ সম্প্রচার হয়েছে দেশের মাটির সিরিয়ালের। শুটিং শেষে দেশের মাটি পরিবারের ছবি সাঁটা কেক কাটা হয়েছে সেটে। সঙ্গে কেঁদে ভাসিয়েছেন অভিনেতা অভিনেত্রী, কলাকুশলীরাও। মাত্র ২৩৫ পর্বে এসে শেষ হয়ে গেল সিরিয়াল। আচমকা চ‍্যানেল এবং প্রযোজনা সংস্থা যৌথ ভাবে সিরিয়াল শেষ করার সিদ্ধান্ত নিল। কেন? পর্দার রাজা, মাম্পির বাবা, নোয়া কারোর কাছেই তার উত্তর নেই। ক্ষোভ, কষ্ট সব নিয়েই উপর মহলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন তাঁরা। আপাতত আর কোনো নতুন প্রোজেক্টের কথা ঘোষনা করেননি শ্রুতি।

সম্পর্কিত খবর

X