‘সৎ পথে থাকলে কাজ পাওয়া যায় না!’ বাংলা সিরিয়াল নিয়ে বিস্ফোরক শ্রুতি দাস

বাংলা হান্ট ডেস্ক : বাংলা বিনোদন জগতের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন শ্রুতি দাস (Shruti Das)। টেলিভিশনের পর্দায় তাঁকে (Shruti Das) শেষবার দেখা গিয়েছে জি বাংলার ‘রাঙা বউ’ সিরিয়ালে। গত বছরের ডিসেম্বর মাসেই জি বাংলার পর্দায় শেষ হয়েছে এই ধারাবাহিক। তারপর থেকে এখনও পর্যন্ত বিগত কয়েক মাসে টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে একের পর এক নতুন সিরিয়াল।

শ্রুতির (Shruti Das) বিস্ফোরক অভিযোগ

কিন্তু আজ পর্যন্ত শ্রুতিকে (Shruti Das) নতুন কোন মেগায় দেখা যায়নি। যদিও ইতিমধ্যে অভিনেত্রী কাজ করে ফেলেছেন বাংলা সিনেমা এবং ওয়েব সিরিজেও। বড় পর্দায় উইন্ডোজ প্রোডাকশনের ‘আমার বস’ সিনেমা এবং এস ভি এফ প্রযোজনা সংস্থার একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন শ্রুতি। কিন্তু বিগত প্রায় এক বছর ধরে তাঁকে আর দেখা যাচ্ছে না ছোট পর্দায়।

এ প্রসঙ্গে সম্প্রতি আজকাল ডট ইন-এ নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন অভিনেত্রী। শ্রুতির কথায়, ‘আমার দৃঢ় বিশ্বাস, কেরিয়ারে দিক থেকে আমাকে আর কেউ আটকে রাখতে পারবে না। এই বছর মাত্র দু’টো কাজ করেছি। আমি খুব বেশি কাজ করতে চাই এমনটা নয়, অর্থের লোভ নেই আমার। তবে চাই যে কয়েকটা কাজ করব, যতক্ষণের জন্যই করব এবং যে চরিত্রেই অভিনয় করি না কেন তা যেন দর্শকের কাছে প্রশংসিত হয়।’

আরও পড়ুন : দশমীতে সিঁদুর খেলে লালে-লাল রচনা! সকলের উদ্দেশ্যে দিলেন বিশেষ বার্তা

এরপরেই শ্রুতির বিস্ফোরক অভিযোগ, ‘আমি সৎ পথে থেকে কাজ করতে চাই, আর সৎ পথে থাকলে একের পর এক কাজ পাওয়া যায় না! তাই আমিও পাচ্ছি না কাজ!’ তবে শ্রুতি জানিয়েছেন তিনি কাজ চাইতে তেমন কোথাও যান না। তবে কাজের খোঁজ পাওয়ার জন্য সবাইকে মেসেজ করলেও কেউ উত্তর দেয় না তাঁকে।

Shruti Das

তবে অভিনেত্রী মনে করেন, ‘আমার বিশ্বাস, একদিন আমি এতটাই ব্যস্ত হয়ে পড়ব যে এই মানুষগুলোই আমাকে কাজের প্রস্তাব দিতে চেয়ে‌ ফোন করবেন এবং সেদিন আমিই হয়তো তাঁদের পাল্টা ফোন করে উত্তর দিতে পারব না।’ সেইসাথে শ্রুতি আরও বলেছেন, ‘আমার খারাপ সময়ে যাঁরা পাশে থাকছেন এবং যাঁরা থাকছেন না, সকলকেই মনে রাখছি আমি। মা দুর্গার কাছে এটাই প্রার্থনা, আমার যতটুকু যোগ্যতা সেই অনুযায়ী যেন কাজ পাই আমি। প্রচুর কিছু চাই না আমি।’


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর