সিঁথি ভরা সিঁদুর নিয়ে নতুন বৌ শ্রুতি, চোখ মেরে পুরুষদের বুকে ঝড় তুললেন অভিনেত্রী, ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: জি বাংলার (zee bangla) জনপ্রিয় ধারাবাহিক ত্রিনয়নীর (trinoyoni) মুখ‍্য চরিত্র ত্রিনয়নী বা নয়নকে ভুলে গেছেন এমন সিরিয়ালপ্রেমী খুব কম আছেন। এখন সিরিয়ালটি বন্ধ হয়ে গেলেও দর্শকদের মনে এখনো রয়ে গিয়েছেন নয়ন। ত্রিনয়নীর চরিত্রে যিনি অভিনয় করেন তাঁর নাম শ্রুতি দাস (shruti das)। মিষ্টি মেয়েটা কিছুদিনের মধ‍্যেই মন জয় করে নিয়েছে সবার।

শুধু রূপ নয়, গুণবতীও বটে শ্রুতি। প্রথম সিরিয়ালের সাফল‍্যের পরেই তিনি পেয়ে গিয়েছেন দ্বিতীয় সিরিয়াল। স্টার জলসার ‘দেশের মাটি’ সিরিয়ালে অভিনয় করছেন শ্রুতি। এই মুহূর্তে ত্রিনয়নীর পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি।


কিন্তু সম্প্রতি অন‍্যের হবু কনের সাজে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে শ্রুতিকে। লাল বেনারসী, সোনায় গয়না, শোলার মুকুটে কনের সাজে সেজেছেন তিনি। এই বেশে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন শ্রুতি। ক‍্যাপশনে লেখেন, ‘কিয়ানের বৌ’। আসলে ‘দেশের মাটি’র নায়ক কিয়ান ওরফে দিব‍্যজ‍্যোতির স্ত্রী হতে দেখা যাবে শ্রুতি ওরফে নোয়াকে। তাই এমন সাজ অভিনেত্রীর।

এই মুহূর্তে দেশের মাটি সিরিয়ালে দেখানো হচ্ছে কিয়ান ও নোয়ার বিয়ে। নতুন বৌয়ের সাজে একের পর এক ছবি, ভিডিও শেয়ার করেছেন শ্রুতি। সম্প্রতি সিঁথিতে সিঁদুর নিয়ে একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন তিনি। নাকে সিঁদুর পড়েছে শ্রুতির। চোখ মেরে একটি ভিডিও বানিয়েছেন তিনি। মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি।

 

View this post on Instagram

 

A post shared by Shruti Das (@shrutidas_real)

প্রসঙ্গত, এই মুহূর্তে ত্রিনয়নীর পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। স্বর্ণেন্দু বয়সে শ্রুতির চেয়ে ১৪ বছরের বড়। সিরিয়ালে শুট করতে গিয়েই পরিচালকের প্রেমে পড়েন অভিনেত্রী। তবে দুজনের বয়সের ফারাক নিয়ে দুই পরিবারের দিক থেকেও আপত্তি এসেছিল। কিন্তু শ্রুতির জেদের কাছে তা ধোপে টেকেনি।

X