বাংলাহান্ট ডেস্ক: অফ সিজনেও বিয়ের সানাই বাজার বিরাম নেই টেলিপাড়ায়। দিন কয়েক আগেই বিয়ে সেরে সবাইকে চমকে দিয়েছেন অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে তাঁর প্রেম চাপা না থাকলেও এভাবে হুট করে যে তাঁরা বিয়ে করে ফেলবেন তা ঘুণাক্ষরেও টের পাননি কেউ।
সম্পর্কের শুরু থেকেই তা জনসমক্ষে রেখেছেন শ্রুতি স্বর্ণেন্দু। কিন্তু যতবারই তাঁদের বিয়ের পরিকল্পনার কথা জিজ্ঞাসা করা হয়েছে, অভিনেত্রী জানিয়েছেন খুব শীঘ্রই বিয়ে করবেন তাঁরা। কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি তার আভাস পেতে দেননি কাউকে। একসঙ্গে শুটিং করতে করতেই নাকি বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নেন শ্রুতি স্বর্ণেন্দু। তারপর যেমন ভাবা তেমন কাজ।
বিভিন্ন ক্ষেত্রে সমাজের প্রচলিত প্রথা ভাঙার জন্য বিশেষ পরিচিতি রয়েছে শ্রুতির। তাঁর বিয়েও তেমন ভাবে প্রথা, নিয়ম মেনে হয়নি। দধিমঙ্গল, গায়ে হলুদের মতো প্রাক বিয়ের কোনও অনুষ্ঠানই হয়নি। বিয়ের সাজেও ছিল ছক ভাঙার প্রচেষ্টা। বাঙালি কনের চিরাচরিত লাল বেনারসী, সোনার গয়নায় সাজেননি শ্রুতি। বদলে শ্বেতশুভ্র সাজে ধরা দিয়েছিলেন তিনি। কোনও অনুষ্ঠানই হয়নি। বিয়ের সাজেও ছিল ছক ভাঙার প্রচেষ্টা। বাঙালি কনের চিরাচরিত লাল বেনারসী, সোনার গয়নায় সাজেননি শ্রুতি। বদলে শ্বেতশুভ্র সাজে ধরা দিয়েছিলেন তিনি।
ডিজাইনার অভিষেক রায়ের বানানো শাড়িতে বিয়ের দিন সেজে উঠেছিলেন ‘রাঙা বউ’। ডিজাইনার জানান, কটন বেসড চান্দেরির উপরে বাঙালিয়ানার ছাপ রাখতে জামদানি এমব্রয়ডারি করা হয়েছিল। তার উপরে ছিল অ্যান্টিক গোল্ডেন জরির হাইলাইট, জামদানির পাড় এবং লালের ছোঁয়া রাখতে সরু পাইপিং। একই রকম ভাবে বানানো হয়েছিল লাল সাদার মনোক্রোম্যাটিক ব্লাউজ।
ডিজাইনার আরো জানান, প্রায় এক মাস ধরে একাধিক শিল্পী এই শাড়িটি বোনা সম্পূর্ণ করেছেন। বিয়েতে লাল পরার প্রথাকে ভেঙে দিয়েছে এই অপূর্ব শাড়ি তথা সম্পূর্ণ লুকের সৌন্দর্য। শ্রুতির এই ডিজাইনার শাড়িটি কিন্তু আপনিও নিজের করে পেতে পারেন। তার জন্য খরচ করতে হবে ১৩-১৪ হাজার টাকা। আর যদি ব্লাউজ, ওড়না সহ পুরো সেট নিয়ে সাজতে চান তাহলে আরো কয়েক হাজার বাড়িয়ে দাম পড়বে আনুমানিক ১৮-১৯ হাজার টাকা।