বাংলা হান্ট ডেস্ক: ৩০ মে অর্থাৎ সোমবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) ২০২১-এর পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে। আর সেই পরীক্ষায় সমগ্ৰ দেশের মধ্যে প্রথম হয়েছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী শ্রুতি শর্মা। সর্বভারতীয় স্তরে প্রথম স্থান পাওয়া শ্রুতির এই সাফল্য সবাইকে অবাক করেছে। জানা গিয়েছে, তাঁর পরিবার দিল্লির পূর্ব কৈলাস এলাকায় থাকে। পাশাপাশি, শ্রুতি মূলত, উত্তর প্রদেশের বিজনোরের বাসিন্দা।
এদিকে, এই সফলতা অর্জনের পর শ্রুতি নিজের সাফল্যের কিছু টিপস তুলে ধরেছেন সকলের কাছে। তিনি জানিয়েছেন, প্রতিটি ক্ষেত্রেই লক্ষ্যপূরণের জন্য একটি কৌশল তৈরি করা প্রয়োজন। এছাড়াও, নোট তৈরি করা এবং সেগুলোকে মন দিয়ে পড়ার পাশাপাশি মানসিক একাগ্রতা অত্যন্ত প্রয়োজন। শুধু তাই নয়, প্রস্তুতি পর্বে সবাইকে ধৈর্য্যশীল হতে বলেও মনে করেছেন তিনি।
শ্রুতি বলেছেন যে, একজন কত ঘন্টা পড়াশোনা করছে সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং একজন কতটা মনোযোগ দিয়ে পড়াশোনা করছে সেটা গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেকের যোগ্যতা এবং ক্ষমতা আলাদা।
বাড়িতে প্রথমে মা এবং দিদাকে ফলাফল জানান:
শ্রুতি জানিয়েছেন যে, “পরীক্ষার ফলাফলের সময়ে মা এবং দিদা বাড়িতে ছিলেন। তারপর বাবাকে ফোনে বললাম। গত দু’দিন ধরে বলা হচ্ছিল যে, আজ ফল প্রকাশিত হবে। অবশেষে যখন ফলাফল এল, তখন আমরা সবাই খুশি। পাশাপাশি, সবাই আবেগাপ্লুত হয়ে পড়ে।”
যারা UPSC-র জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ধৈর্য ধরতে হবে:
UPSC-র পরীক্ষা প্রসঙ্গে প্রার্থীদের উদ্দেশ্যে শ্রুতি জানিয়েছেন যে, এই পরীক্ষার সিলেবাস অত্যন্ত বড়। তাই বাজারে যত বই পাওয়া যায়, সেগুলো নিয়ে এসে নিজেই নোট তৈরি করে পড়াশোনা করতে হবে এবং সঠিক সময়ের জন্য ধৈর্য ধরতে হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, UPSC সিএসই প্রিলিমিনারি পরীক্ষা গত ১০ অক্টোবর, ২০২১-এ অনুষ্ঠিত হয়েছিল। পাশাপাশি, এই পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর প্রকাশিত হয়। এদিকে, ২০২২ সালের ৭ থেকে ১৬ জানুয়ারি মেন পরীক্ষা সম্পন্ন হয়েছিল। যার ফলাফল ঘোষণা হয় গত ১ মার্চ। এমতাবস্থায়, পরীক্ষার শেষ রাউন্ডের ইন্টারভিউ শুরু হয়েছিল ৫ এপ্রিল। যা ২৬ মে শেষ হয়েছে। আর ঠিক তারপরেই সোমবার UPSC ফলাফল ঘোষণা করল পরীক্ষার।