আজ শনিবার মুক্তি পেল ‘পরিণীতা’ ছবির দ্বিতীয় গান ‘সেই তুমি’। সেই গানে শুভশ্রী সুখ-দুঃখ, ভালোবাসা, চাপা কষ্ট সবকিছুই এই গানের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন। তার পাশে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবির অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর অনবদ্য অভিনয়।
শুভশ্রীকে এই গানে অন্য রকমভাবে দেখা গিয়েছে। যেন তার কোনো কাজে মন নেই। জীবনে সবই আছে কিন্তু কেমন যেন ফাঁকা। সবকিছুই চলছে কিন্তু আগের মতো প্রাণ নেই। কেমন যেন আনমনা ভাব। আসলে জীবন থেকে হারিয়ে গিয়েছে ভালোবাসার মানুষ খানা।
পরিণীতা সিনেমার প্রথম গান জনপ্রিয় হয়েছে। সেখানে ছোট্ট, ভালোবাসা, চঞ্চল এক শুভশ্রীকে শুভশ্রীকে দেখা গিয়েছে। আবার এই গানের চরিত্র উল্টো। তাই ছবির কৌতুহল বেড়ে চলেছে সিনেমা প্রেমীদের কাছে।’সেই তুমি’ গানটি রাজ চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এবং গানটি গেয়েছেন অর্ক।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার