পাঁচ বছরের জন্য শুভাশীষ বোস-কে দলে নিল এটিকে-মোহনবাগান

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ফের নিজের পুরনো ক্লাবে ফিরে এলেন শুভাশিস বোস। জাতীয় দলে খেলা এই বাঙালি ডিফেন্ডার ফিরলেন সবুজ মেরুনে। 24 বছর বয়সী বাঙালি ডিফেন্ডার শুভাশিস বোস 5 বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন এটিকে মোহনবাগান এফসিতে।

আইএসএল শুরু হতে এখনো অনেক দেরি তবে তার আগে থেকেই নিজেদের ঘর গোছাতে শুরু করে দিয়েছে এটিকে মোহনবাগান এফসি। রয় কৃষ্ণ, প্রীতম কোটাল, প্রবীর দাস, শেখ সাহিল এর মত ফুটবলারদের আগেই সই করিয়েছে। এবার জাতীয় দলে খেলা এই তরুণ বাঙালি ডিফেন্ডারকেও নিজেদের দলে সই করিয়ে নিল এটিকে মোহনবাগান এফসি।

এটিকে মোহনবাগানের সাথে পাঁচ বছরের জন্য যুক্ত হয়ে শুভাশিস বোস জানিয়েছেন, “ফের নিজের শহরে ফিরতে পেরে আমি খুব খুশি, একটা নতুন চ্যালেঞ্জ নেওয়ার সুযোগ পেলাম। মাঠে নিজের সেরাটা দিয়ে এটিকে মোহনবাগানকে সাফল্য এনে দেওয়ার চেষ্টা করবো।” উল্লেখ্য, 2017-18 মরশুমে মোহনবাগান দলের হয়ে খেলেছিলেন শুভাশিস বোস।

সম্পর্কিত খবর

X