“জোর কা ঝটকা….”, CSK-র কাছে হারের পর আরও একটি বড় ধাক্কা পেলেন শুভমান

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় দলের (India National Cricket Team) তারকা খেলোয়াড় শুভমান গিল (Shubman Gill) IPL (Indian Premier League)-এ প্রথমবারের মতো অধিনায়কত্ব করছেন। এমতাবস্থায়, তাঁর দল গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচে CSK-র বিরুদ্ধে হারের মুখে পড়েছে। গুজরাট টাইটান্সকে ৬৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। তবে, পরাজয়ের ধাক্কার মাঝেই এবার বড় ঝটকা পেলেন শুভমন গিল। কারণ, এবার স্লো ওভার রেটের জন্য তাঁকে জরিমানাও করা হয়েছে।

স্লো ওভার রেটের জন্য করা হয়েছে জরিমানা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিলকে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে চলা ম্যাচে স্লো ওভার রেটের জন্য জরিমানার সম্মুখীন হতে হয়েছে। গত মঙ্গলবারের ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেনি তাঁর দল। তাই তাঁকে জরিমানা করা হয়েছে। এমতাবস্থায়, মোট ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এদিকে, বিষয়টির পরিপ্রেক্ষিতে IPL-এর তরফে জানানো হয়েছে যে, ন্যূনতম ওভার রেট সম্পর্কিত IPL আচরণবিধির অধীনে এটি গুজরাট দলের সিজনের প্রথম অপরাধ ছিল। তাই গিলকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

Shubman faced another big problem after the loss to CSK.

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন শুভমান: চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন শুভমান গিল। যদিও টসের সময়ে সম্ভবত তাড়াহুড়ো করে, তিনি প্রথমে বলেছিলেন যে তিনি ব্যাট করতে চান। কিন্তু তিনি তাৎক্ষণিকভাবে এটি সংশোধন করে বলেছিলেন যে প্রথমে বল করবেন। এরপর চেন্নাই সুপার কিংসের ব্যাটারারা গুজরাটের বোলারদের উড়িয়ে দিয়ে ২০ ওভারে ২০৬ রান করে। এদিকে, যেহেতু ক্রমাগত রান হচ্ছিল, তাই কৌশল তৈরি করতে এবং বোলার পরিবর্তন করতে শুভমান গিল একটু বেশি সময় নেন। আর এই কারণেই তাঁকে স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হয়।

আরও পড়ুন: আন্তর্জাতিক স্তরে ফের ভারতীয়দের “রাজ”! Microsoft-এর শীর্ষপদে IIT প্রাক্তনী পবন

গুজরাট টাইটান্সের পরবর্তী ম্যাচ: প্রসঙ্গত উল্লেখ্য যে, CSK-র বিরুদ্ধে চলা ম্যাচে গুজরাট দল যখন ওই বড় রান তাড়া করতে নামে, তখন ব্যাটাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি। শুভমান গিল নিজেও বড় ইনিংস খেলতে পারেননি। এমতাবস্থায়, গুজরাট দল পুরো ২০ ওভার খেলে ৮ উইকেটে মাত্র ১৪৩ রান করে। আর এইভাবে ৬৩ রানে শোচনীয় পরাজয় বরণ করতে হয় তাদের।

আরও পড়ুন: রুদ্ধশ্বাস IPL-এ জমজমাট লড়াই, রিঙ্কুর এই রেকর্ড ভেঙে দিলেন দীনেশ কার্তিক

শুধু তাই নয়, দলটি এখন পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে নেমে গেছে। এদিকে, গুজরাটের পরের ম্যাচটি সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ৩১ মার্চ আহমেদাবাদে তাদের হোম গ্রাউন্ডে হতে চলেছে। যেটি শুরু হবে বিকেল ৩ টে বেজে ৩০ মিনিটে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর