বাংলা হান্ট ডেস্কঃ আগামী 17 ই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত- অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ (India- Austrelia Test series)। এই টেস্ট সিরিজের জন্যই অপেক্ষা করেছিলেন দুই দেশের ক্রিকেট সমর্থকরা। ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া জেতার পর টি-টোয়েন্টি সিরিজে জয়লাভ করেছে ভারত। আর তাই এই মুহূর্তে ফলাফল 1-1 এ দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ এই টেস্ট সিরিজই কার্যত ফয়সালা সিরিজ হতে চলেছে।
তবে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে বেশ কিছু প্রশ্ন ঘোরাফেরা করছে ভারতীয় ক্রিকেট মহলে। যেহেতু এই সিরিজে রোহিত শর্মা নেই সেই কারণে ইতিমধ্যেই চিন্তা শুরু হয়ে গিয়েছে মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে এই টেস্ট সিরিজে কে ওপেন করবেন? এছাড়াও বিরাট কোহলি প্রথম টেস্ট ম্যাচ খেলে দেশে ফিরে আসার পরে তার পরিবর্তে ভারতীয় দলে কে সুযোগ পাবেন? এই নিয়েও চলছে জল্পনা। এছাড়াও এই মুহূর্তে ভারতের দুই ওপেনার ঋদ্ধিমান সাহা এবং ঋষভ পন্থ দু’জনেই রয়েছেন দুর্দান্ত ফর্মে, তাই কাকে বাদ দিয়ে কাকে সুযোগ দেওয়া হবে প্রথম টেস্ট ইতিমধ্যেই এই প্রশ্ন নির্বাচকদের ভাবিয়ে তুলেছে।
এমন পরিস্থিতিতে প্রাক্তন ভারত অধিনায়ক দিলীপ বেঙ্গসরকর এবং প্রাক্তন ভারতীয় বোলার মদনলাল দাবি করলেন মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে প্রথম টেস্টে ওপেনিংয়ে পাঠানো হোক শুভমান গিলকে। এছাড়াও বিরাট কোহলির অবর্তমানে চার নম্বর পজিশনে দলের সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানেকেই এগিয়ে রাখলেন এই দুই প্রাক্তন তারকা।