এক সুতোয় গাঁথা হয়ে গেলো শুভমান গিল ও সচিন টেন্ডুলকারের গল্প! জানুন কিভাবে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় দলের (Indian Cricket Team) সবচেয়ে প্রতিভাবান তরুণ ব্যাটারের নাম কি? এই প্রশ্নটা উঠলে বেশিরভাগ মানুষের যার নাম নেবেন তিনি হলেন শুভমান গিল (Shubman Gill)। ২০২২-এ দ্বিতীয় সারির ভারতীয় দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স করে নিজের জায়গাটা রোহিত শর্মা, বিরাট কোহলিদের মাঝখানে পাকা করে ফেলেছেন। ফলে সাম্প্রতিক অতীতে কিছুটা খারাপ ছন্দ দেখালেও ভারতীয় দল তারা উপর থেকে ভরসা হারায়নি।

আর চলতি এশিয়া কাপে পাকিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করে আবারো একবার নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন গিল। বিশেষ করে বাংলাদেশের বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে করা তার শতরানটি ভারতকে ম্যাচে জেতাতে না পারলেও ভারতীয় সমর্থকদের মন জিতে নিয়েছে।

gill centrury bng

ভারতীয় দল মাত্র ৬ রানের ব্যবধানে নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে। এই ম্যাচ হারের পর শুভমান গিল নিজেকে দায়ী করেছেন। ১৩৩ বলে তার ১২১ রানের ইনিংসটি ভারতকে জয়ের অত্যন্ত কাছাকাছি নিয়ে এসেছিল। কিন্তু সাকিব আল হাসানের বলে ছক্কা মারার পর তার পরের বলে অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে নিজের উইকেট ছুঁড়ে দিয়ে এসে গেল জানিয়েছিলেন যে তার উচিত ছিল ম্যাচটা শেষ করে আসা এবং তিনি সেটা করতে পারেননি।

আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে খারাপ পারফরম্যান্স করেও রেকর্ড জাদেজার! ছুঁয়ে ফেললেন কপিল দেবকে

শেষবার ভারতীয় দল বাংলাদেশের কাছে এশিয়া কাপে হারের মুখ দেখেছিল ২০১২ সালে। সেই ম্যাচে কিংবদন্তি সচিন টেন্ডুলকার নিজের শততম শতরানটি করেছিলেন। কিন্তু ভারত তাও ম্যাচটি জিততে পারেনি। অনেকেই শুভমানের সাম্প্রতিক এই শতরানের সঙ্গে সচিনের ওই শতরানকে তুলনা করে মজা করে বলেছেন যে যোগ্য শ্বশুরের যোগ্য জামাই।

আরও পড়ুন: কোহলিকে টপকে বিরাট রেকর্ড শুভমানের! ম্যাচ হারলেও BCCI-কে ভরসা দিচ্ছেন দুই তারকা

অনেকেই মনে করেন সচিন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকারের সঙ্গে সম্পর্ক ছিল বা রয়েছে শুভমান গিলের। কিন্তু কখনো একে অপরের পোষ্ট লাইক বা দু একটি কমেন্ট করা ছাড়া শুভমান ও সারা এমন কিছু করেননি যার জন্য এই ধারণা মানুষের মাথায় আসতে পারে। তবে শুভমানকে একবার এই প্রশ্ন করা হলে তিনি জবাবটি এড়িয়ে গিয়েছিলেন। তারপর থেকেই এই জল্পনা আরও গাঢ় হয়েছে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর