জমকালো পোশাকে ইভেন্টে এলেন শুভমান গিল! ‘রণবীরের আলমারী থেকে চুরি করা ড্রেস’, কটাক্ষ নেটিজেনদের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত এক বছর ধরে ধারাবাহিক পারফরম্যান্স করে শুভমান গিল (Shubman Gill) ভারতীয় দলের (Team India) একজন সম্পদ হয়ে উঠেছেন। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) ওডিআই সিরিজে শোচনীয়ভাবে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর তাকে নিয়ে কিছু প্রশ্ন চিহ্নও উঠছে। বড় দলের বিরুদ্ধে বড় মঞ্চে কি সফল হতে পারবেন তিনি? এই নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকেই। তবে গেল শুধুমাত্র নিজের পারফরম্যান্স নয় আরও নানান কারণে জন্য শিরোনামে থাকেন।

গিলের সঙ্গে বারংবার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে সারা টেন্ডুলকার, সারা আলী খান এমনকি জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্ধানার। যদিও শুভমান প্রকাশ্যে কখনোই এদের তিনজনের কারোর সঙ্গেই সম্পর্ক থাকার কথা স্বীকার করেননি। তবে সম্প্রতি একটি স্পোর্টস ইভেন্টে যোগ দিয়ে গিল আবার একটি নতুন কারণে শিরোনামে উঠে এসেছেন।

shubman gill, sara

ভারতীয় স্পোর্টস সম্মান অনুষ্ঠানে আরও অনেক তারকাদের সাথে অংশ নিয়েছিলেন শুভমান গিলও। কিন্তু সেখানে তার পরিহিত পোশাক দেখে সকলেই একটু চমকে গিয়েছেন। গিলকে এর আগেও উগ্র রঙের পোশাকে দেখা গিয়েছে বিভিন্ন সময়ে, কিন্তু একটি বড় ইভেন্টে তিনি এমন পোশাক গায়ে চাপিয়ে উপস্থিত হবেন তা কেউই আগে ভাবেনি।

অনেকেই তার এমন পোশাক নির্বাচনের সাথে মিল খুঁজে পেয়েছেন বলিউডের তারকা অভিনেতা রণবীর সিংয়ের ড্রেসিং সেন্সের। কোনও কোনও নেটিজেন মজা করে তার ছবির নীচে কমেন্ট করে জানতে চেয়েছেন যে তার পোশাকটি কি রণবীরের বাড়ির আলমারি থেকে চুরি করে আনা! যদিও এমন মন্তব্য কোনও প্রভাব ফেলে না গিলের মনে।

ভারতীয় দলের হয়ে খেলা থেকে আপাতত কিছুদিন বিরতি পাচ্ছেন শুভমান গিল। তাকে এবার ফের একবার দেখা যাবে গতবারের আইপিএল চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটান্সের হয়ে ওপেন করতে। গতবার হার্দিক পান্ডিয়ার দলের বিজয়ী হওয়ার পেছনে অন্যতম বড় কারণ ছিল ঋদ্ধিমান সাহা ও শুভমান গিলের ওপেনিং জুটি। এবারও তাদের কাছ থেকে একই রকম পারফরম্যান্স আশা করবেন ভক্তরা।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর