বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দৃষ্টিনন্দন ব্যাটিং করেও কিভাবে দ্রুত রান তোলা যায় সেটা যেন প্রতি ম্যাচে বুঝিয়ে দিচ্ছে ভারতীয় দল (Indian Cricket Team)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের শুরুতে কিছু উইকেট হারানোর কারণে গুটিয়ে থাকতে হয়েছিল। কিন্তু তার পরের ম্যাচ থেকেই ভারতের ব্যাটিংয়ের আন্দাজটা সম্পূর্ণ বদলে গিয়েছিল। আজ বাংলাদেশের বিরুদ্ধেও (India vs Bangladesh) সেই একই মনোভাব বজায় রাখলেন শুভমান গিল (Shubman Gill) এবং রোহিত শর্মা (Rohit Sharma)।
কোনরকম অতিরিক্ত চেষ্টার প্রয়াস নয়, শুধুমাত্র ক্রিকেটের ব্যাকরণ মেনে বোলারদের দুর্বলতা কাজে লাগানো, ঠিক এই ফর্মুলাতেই প্রথম ১২ ওভারে বাংলাদেশের নাভিশ্বাস তুলে দেন। সাকিব আল হাসান হীন বাংলাদেশকে অসহায় দেখাচ্ছিল রোহিতদের আক্রমণের সামনে। নিজের হঠকারিতার জন্যই ৪০ বলে ৪৮ রান করে নিজের উইকেটটা খুঁইয়ে ফেলেন রোহিত শর্মা।
কিন্তু ক্রিজে টিকে ছিলেন শুভমান গিল। ডেঙ্গুর ধাক্কা কাটিয়ে ওঠে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ফিরে ১৬ রানের বেশি করতে পারেননি ভালো শুরু করেও। আজ যখন রোহিত শর্মা আগ্রাসী ব্যাটিং করছিলেন তখন তিনি নিজেকে গুটিয়ে রেখেছিলেন। পরে রোহিতের সঙ্গে পাল্লা দিয়ে আক্রমণ শুরু করেন তিনি এবং তার প্রত্যেকটি সঠিক ছিল কপিবুক মেনে। ৫২ বলে হাফ সেঞ্চুরি করেন এবং ৫৩ রান করে তিনি আউট হন। আর ১৪ রান করতে পারলে দ্রুততম ক্রিকেটার হিসেবে ওডিআই ফরম্যাটে ২০০০ রান সম্পূর্ণ করে ফেলতেন তিনি। তবে সেই রেকর্ডটি করার জন্য এখনো তার হাতে আরও ২ ম্যাচ রয়েছে।তার মধ্যে একটি মজার ঘটনা দেখা যায় এদিন।
পুনেতে খেলা দেখতে উপস্থিত হয়েছিলেন সচিন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার (Sara Tendulkar)। তার সঙ্গে শুভমানের সম্পর্কের নিয়ে মাঝে মাঝেই জল্পনা শোনা যায়। যদিও প্রকাশ্যে কোনদিনই ভারতীয় তারকা ওপেনার গিল এবং প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটারের কন্যা সারা নিজেদের মধ্যে সম্পর্ক আছে কিনা সেই ব্যাপারে কোনও মন্তব্য করেননি।
তবে এদিন দ্বিতীয় ইনিংসের সপ্তম ওভারে যখন প্রথম আক্রমণের নীতি বেছে নেন শুভমান, তখন তিনি স্লিপের উপর দিয়ে একটি দৃষ্টিনন্দন চার মারেন। এই সময় ক্যামেরার ভিআইপি গ্যালারির দিকে ফোকাস করলে দেখা যায় সারা টেন্ডুলকারকে।
ওই ভিডিওতে দেখা যায় শুভমানের ব্যাটিং দেখে তিনি অত্যন্ত উচ্ছ্বসিত। রীতিমতো আনন্দিত হয়ে তালি বাজাচ্ছেন সচিন কন্যা। হাততালি দিতে দিতে ব্যাটিং দেখছেন তিনি। ভিডিওটি সামনে আসা মাত্র সেটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া।