বাংলা হান্ট নিউজ ডেস্ক: ৪৫ এবং ১২৪, এই দুটি ব্যক্তিগত স্কোরে শুভমান গিলের ক্যাচ ফেলেছিল নিউজিল্যান্ড। তার ফল পুরো মাত্রায় ভুগতে হলো কিউয়ি বোলারদের। ১৪৯ বলে ২০৮ রান করে ভারতকে রানের পাহাড়ের চূড়ায় নিয়ে গেলেন তরুণ প্রতিভাবান ভারতীয় ওপেনার। সচিন টেন্ডুলকার, বীরেন্দ্র সেওবাগ, রোহিত শর্মা এবং ঈশান কিষানের পর পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে ওডিআই ফরম্যাট এর দ্বিশতরান করলেন গিল। মিচেল স্যান্টনার (১/৫৬) ও ড্যারেল মিচেল (২/৩০) ছাড়া বাকি অনভিজ্ঞ কিউয়ি বোলিং লাইন আপকে ভুগতে হলো মারাত্মকভাবে।
কিন্তু শুভমান গিলকে আজ কোনও ভারতীয় ব্যাটারই বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি। তিনি সর্বোচ্চ চুয়াত্তর রানের পার্টনার শুরু করেছিলেন হার্দিক পান্ডিয়ার সাথে। রোহিত শর্মার সঙ্গে মিলে তিনি ৬০ রানের ওপেনিং পার্টনারশিপ করেছিলেন। কিন্তু রোহিত টাইমিংয়ে ভুল করে মিড অনে ক্যাচ দিয়ে আউট হন ৩৮ বলে ৩৪ রান করে।
এরপর বিরাট কোহলি (৮) এবং ঈশান কিষান (৫) আজ ব্যাট হাতে কিছুই বলতে গেলে করতে পারেননি। সূর্যকুমার যাদব মাঠে নেমে আক্রমণ করতে শুরু করেছিলেন প্রথম থেকেই। ২৬ বলে ৩১ রান করে ড্যারেল মিচেলের স্লোয়ারে ঠকে আউট হন তিনি। এরপর হার্দিক পান্ডিয়ার সঙ্গে একটি বড় পার্টনারশিপ করেছিলেন গিল। কিন্তু ড্যারেল মিচেলের বলে থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হয়ে ৩৮ বলে ২৮ করে ড্রেসিংরুমে ফেরেন তিনি।
কিন্তু একের পর এক সঙ্গীকে হারিয়ে গেলেও তার কোন প্রভাব পড়েনি গিলের ব্যাটিংয়ের ওপর। ছক্কা মেরে নিজের অর্ধশতরান সম্পূর্ণ করতে তার সময় লেগেছিল ৫২ বল। কারণ ইনিংসের শুরুর দিকে অত্যন্ত সতর্ক হয়ে ব্যাটিং করছিলেন তিনি। কিন্তু তারপর আরও মাত্র ৩৫ বলে নিজের শতরান এবং তারপর আরও ৩৫ বলে ১৫০ রানের গন্ডি ছুঁয়েছেন তিনি।
তারপর আর মাত্র ২৩ বলে একাধিক ছক্কা মেরে নিজের প্রথম ওডিআই দ্বিশতরানটি সম্পূর্ণ করেন শুভমান গিল। শেষ দিকে কোনও ক্রিকেটারই তাকে তেমন সহায়তা করতে পারেননি। কার্যত একার দমে ভারতকে ৩৪৯ রানের স্কোরে নিয়ে গিয়েছেন তিনি। মেরেছেন ১৯ টি চার ৯ টি ছক্কা। দ্রুততম ভারতীয় ক্রিকেটার এবং বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে ওডিআই ফরম্যাটে আজ হাজার রানের গণ্ডিতে পৌঁছেছেন তিনি।