বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সকলেই জানেন যে ভারতীয় দল (Indian Cricket Team) যখন আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan) মাঠে নামবে তখন ক্রিকেটপ্রেমীরা নিজেদের অন্যান্য কাজগুলি ছেড়ে টিভির সামনে বা ল্যাপটপের পর্দায় বা মুঠোফোনের স্ক্রিনে চোখ রাখবেন। সকলের মনেই প্রশ্ন থাকবে যে বিশ্বকাপের (2023 ODI World Cup) এই হাইভোল্টেজ ম্যাচে নায়ক কে হবেন? একটা অত্যন্ত বড় সম্ভাবনা রয়েছে যে ডেঙ্গু সংক্রমণ কাটিয়ে ফেরা শুভমান গিল (Shubman Gill) ভারতকে ম্যাচ জিতিয়ে দেবেন।
রোহিত শর্মার চূড়ান্ত সিদ্ধান্ত টসের সময় জানা যাবে। তিনি গতকাল জানিয়ে দিয়েছেন যে মাঠে নামার জন্য ৯৯ শতাংশ তৈরি। কিন্তু মূলত দলগত খেলার ওপরেই জোড় দিতে চাইছেন তিনি। ভারত যে পাকিস্তানের কাছে বিশ্বকাপের মঞ্চে কোনদিনও হারেনি সেটাকে নিজেদের বাড়তি অ্যাডভান্টেজ হিসাবে দেখেন না ভারতীয় অধিনায়ক। কিন্তু এই সবকিছুর পরেও শুভমান গিলের ওপর বাড়তি ভরসা করছেন ভারতীয় সমর্থকরা।
এর অবশ্য একটা বিশেষ কারণও রয়েছে। চলতি বছরে আহমেদাবাদের এই নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে শুভমান যতবার মাঠে নেমেছেন ততবার চমকে দেওয়ার মতো কিছু না কিছু করেছেন। এই মাঠে চলতি বছরে তিনি দুটি আইপিএল শতরান, একটি টেস্ট শতরান এবং একটি টি-টোয়েন্টি শতরান করেছেন।
খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে গুজরাটের এই মাঠে শুভমান গিল কতটা ভয়ংকর। তবে চলতি বছরে এখানে এখনো ওডিআই ফরম্যাটে বিশেষ কিছু করে দেখাতে পারেননি এই তারকা ভারতীয় ওপেনার। পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ হচ্ছে আর বড় সুযোগ কি হতে পারে সেই অভাব পূরণ করে নেওয়ার।
আরও পড়ুন: আইডল রোনাল্ডো ১২৫*, মহালয়ায় পাকিস্তানের বিরূদ্ধে ভক্ত কোহলির ব্যাট থেকে কত আসবে?
এই মুহূর্তে আইসিসির বিচারে ওডিআই ক্রমতালিকায় ব্যাটারদের লিস্টে দ্বিতীয় স্থানে রয়েছেন। প্রথম স্থানে রয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তিনি এই মুহূর্তে খুব একটা ভালো ছন্দে নেই। ভারতের বিরুদ্ধেও এই বিষয়টি বজায় থাকবে বলে আশা করছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। সেক্ষেত্রে শুভমান গিলের একটা ভালো ইনিংস তাকে আইসিসি ক্রমতালিকার শীর্ষে নিয়ে যেতে পারে।