এই কারণে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ম্যাচে অজিদের সাপোর্ট করছে ভারত! শুনলে খুশি হবেন আপনিও

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল বিশ্বকাপে (2023 ODI World Cup) নিজেদের প্রথম তিন ম্যাচের মতোই বাংলাদেশকে উড়িয়ে দিয়ে জয় পেয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। রোহিত শর্মা, বিরাট কোহলি তো সুপারহিট বটেই, তাদের সঙ্গে পাল্লা দিয়ে গতকাল বিশ্বকাপে নিজের প্রথম অর্ধশতরান তরুণ ভারতীয় ওপেনের শুভমান গিল (Shubman Gill)। বাংলাদেশের বিরুদ্ধে (India vs Bangladesh) ম্যাচে আগ্রাসন এবং নান্দনিকতার এক অসাধারণ রূপ দেখা গিয়েছে গিলের ব্যাটিংয়ে।

গতকাল খুবই বুদ্ধিদীপ্ত ব্যাটিং করেছেন শুভমান গিল। রোহিত শর্মা যখন আক্রমণ করছিলেন, তিনি আর এক প্রান্ত সামলে রেখেছিলেন। পাঁচ-ছয় ওভার কেটে যাওয়ার পর তিনিও আক্রমণ শুরু করেন এবং চোখ জুড়ানো শট খেলে রান কুড়াতে থাকেন। রোহিত শর্মা অত্যন্ত কাছাকাছি গিয়েও অর্ধশতরান মিস করেন। কিন্তু শুভমান গিল সেই ভুলটা করেননি।

hd gill

৫২ বলে নিজের অর্ধশতরান সম্পূর্ণ করেন শুভমান। যদিও তারপর ইনিংসটাকে আর এগিয়ে নিয়ে যেতে পারেননি তিনি। ৫৩ রানের ব্যক্তিগত স্কোরে তিনি ড্রেসিংরুমে ফেরেন। বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে তিনি একটি অসাধারণ শতরান করেছিলেন। তারপর গতকালের এই ইনিংসটি দেখে বলা যায় বাংলাদেশ যেন ক্রমশই তার প্রিয় প্রতিপক্ষ হয়ে উঠছে।

আরও পড়ুন: বাংলাদেশকে উড়িয়ে দিচ্ছেন শুভমান গিল! গ্যালারিতে আনন্দে লাফালাফি সারা টেন্ডুলকারের, ভাইরাল ভিডিও

ভাগ্য সুপ্রসন্ন হলে আজকেই একটা সুখবর পেতে পারেন শুভমান। ডেঙ্গুর জন্য তিনি বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচ খেলতে পারেননি। ফলে আইসিসি ওডিআই ব্যাটারদের ক্রমতালিকায় এখনও শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তবে তিনি খুব একটা ভালো ছন্দে নেই। এই টুর্নামেন্টে ভারতের বিরুদ্ধে একটি ৫০ রানের ইনিংস ছাড়া মনে রাখার মতন কিছু করতে পারেননি তিনি।

আরও পড়ুন: হার্দিক নেই! কিউয়ি বধের জন্য এবার বড় অস্ত্র ব্যবহার করতে বাধ্য হচ্ছেন রোহিত

আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ম্যাচ খেলতে নেমেছে পাকিস্তান। এই ম্যাচে বাবর আজম যদি দশ রানের কমে ড্রেসিংরুমে ফেরেন আউট হয়ে তাহলে শুভমান গিল নিশ্চিতভাবে ক্রমতালিকায় শীর্ষস্থানে পৌঁছে যাবেন। আপাতত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তান প্রথমে বোলিং করছে এবং প্রথম বাইশ ওভারে কোনও উইকেট না খুঁইয়ে ১৬২ রান তুলে ফেলেছেন ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শ।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর