RCB-র স্বপ্নভঙ্গ! কোহলিকে টেক্কা দিয়ে শতরান করে সারার MI-কে প্লে অফের টিকিট এনে দিলেন গিল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অত্যন্ত কাছে এসেও হলো না। বিরাট কোহলি করেছিলেন ৬১ বলে ১০১। শুভমান গিল করলেন ৫২ বলে ১০৪। আর গিলের সেই ইনিংসে ভর করেই আরসিবির হাত থেকে জয় ছিনিয়ে নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের প্লে অফের টিকিট নিশ্চিত করলো গুজরাট টাইটান্স। পরপর দুই ম্যাচে শতরান করেও দলকে শেষ হার্ডলটা টপকে দিতে পারলেন না কোহলি।

বিরাট কোহলির আজকের ইনিংসটিও ছিল এসআরএইচের বিরুদ্ধে করা তার শতরানটির প্রতিচ্ছবি। কোনও ইম্প্রভাইজেশন নয়, কোনওরকম ফ্যান্সি শট খেলার প্রচেষ্টা নয়, পুরোপুরি কপিবুক ক্রিকেট খেলে এই শতরানটি করেছেন তিনি। মেরেছেন ১৩ টি চার এবং একটি ছক্কা। কিন্তু তিনি ছাড়া আরসিবির কোনও ব্যাটার আজ জ্বলে উঠতে পারেননি। ফলে কোহলির শতরান সত্ত্বেও ১৯৭ রানের বেশি তুলতে পারেনি তারা।

kohli wnd ipl vton

এরপর ঋদ্ধিমানকে সাহাকে দ্রুত ফেরালেও বিজয় শঙ্কর ও শুভমান গিলের পার্টনারশিপের সামনে বেকায়দায় পড়ে যায় আরসিবি। তাদের মধ্যে ১২৩ রানের পার্টনারশিপ হয়েছিল। কিন্তু অর্ধশতরান করে বিজয় শঙ্কর আউট হওয়ার পর টানা কিছু উইকেট হারিয়ে চাপে পড়ে যায় গুজরাট টাইটান্স। যদিও গিল নিজের প্রান্তে একইরকম আগ্রাসী ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন।

শেষ ৩ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৪ রান। উল্টো দিকে উইকেট পড়তে থাকলেও নিজের অনবদ্য ছন্দ বজায় রেখে নিজের শতরানের পাশাপাশি গুজরাটকে জয় এনে দিলেন শুভমান গিল। মারলেন ৫টি চার ও ৮টি ছক্কা। প্লে অফে সিএসকের মুখোমুখি হওয়ার আগে এই জয় তাদের বাড়তি আত্মবিশ্বাস দেবে।

রবিবারের মঞ্চে একদিনে তিনটে শতরান দেখলেন দর্শকরা। এর আগে ক্যামেরন গ্রিনের শতরানে ভর করে সানরাইজার্সকে হারিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু বিরাটের বিক্রম চাপে ফেলে দিয়েছিল তাদের। তবে শুভমান গিলের সৌজন্যে টেন্ডুলকার পরিবারের সাথে যুক্ত দলই ১৬ পয়েন্ট নিয়ে পেলো প্লে-অফের টিকিট।

 

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর