দ্বিশতরান করে অনন্য ইতিহাস তৈরি করেছেন গিল! বিশ্বের কোনও ক্রিকেটারের নেই এমন কীর্তি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত বছরেও তাকে নিয়ে একটি বিষয়ের সমালোচনা হত। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মনে করতেন যে পাঞ্জাবের প্রতিভাবান ওপেনার শুভমান গিল শুধুমাত্র টেস্ট ফরম্যাট এর জন্যই যোগ্য। সীমিত ওভারের ক্রিকেট খেলার মতো গুণ নেই তার। কারণ তার স্ট্রাইক রেট সব সময়ই বেশ কিছুটা কম থাকে। তাকে ক্রিকেটের বৃহত্তম ফরম্যাটের প্রতিই মনোযোগ দেওয়া উচিত বলে মনে করতেন অনেকে।

তারপর বেশ কয়েকটা মাস কেটে গিয়েছে। ভারতীয় দলের মূল তারকাদের টি-টোয়েন্টি ফরম্যাটে বেশি মনোযোগ দিয়ে ওডিআই ফরম্যাটে না খেলার সুযোগে নিয়মিতভাবে ভারতের হয়ে ওপেন করার সুযোগ পেয়েছেন গিল। তখন তিনি এতটাই ভালো পারফরম্যান্স করেছেন যে ওটাই বিশ্বকাপের বছরে এই ফরম্যাটে ভারতীয় দলের মূল তারকা ক্রিকেটাররা প্রত্যাবর্তন করলেও তার জায়গা হয়েছে।

তারপর চলতি বছরের শুরুর দিকে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওপেন করে অসাধারণ পারফরম্যান্স করার পর অনেকেই বলতে শুরু করে দিয়েছেন যে ভারতের মাটিতে আয়োজিত হতে চলা ওডিআই বিশ্বকাপে এবার রোহিতের ওপেনিং পার্টনার হবেন গিলই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরান করার পর তাদের এই ধারণা আরও বদ্ধমূল হয়েছে।

gill 2nd 100

শুভমান গিল দ্রুততম ভারতীয় ক্রিকেটার এবং বিশ্ব ক্রিকেটের দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে ওডিআই ফরম্যাটে ১০০০ রানের গন্ডি পেরিয়েছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচেই। তার আগে ভারতীয়দের মধ্যে দ্রুততম ১০০০ ওডিআই রান করার কৃতিত্ব ছিল বিরাট কোহলি ও শিখর ধাওয়ানের। কিন্তু তাদের চেয়ে পাঁচটি ইনিংস কম খেলেই এই কৃতিত্ব অর্জন করেছেন গিল।

তবে এখানেই শেষ নয়। গিল এই মাইলফলক ছুঁতে গিয়ে এমন একটি কীর্তি গড়েছেন যা এর আগে বিশ্বের কোন ক্রিকেটার করে দেখাতে পারেননি। ১০০০ রানের গন্ডি পেরোনোর সময় ৬০-এর বেশি গড় এবং ১০০-র বেশি স্ট্রাইক রেট ধরে রেখেছিলেন ভারতীয় ওপেনার। এর আগে কোন ক্রিকেটারের ওডিআইতে ১০০০ রানের গন্ডি পেরোনোর সময় এই দুটি অনন্য পরিসংখ্যান একসাথে ছিল না। তাই বলেই যায় যে পাঞ্জাব তনয় ইতিহাস করেছেন বিশ্ব ক্রিকেটে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর