বাংলা হান্ট নিউজ ডেস্ক: এখনও ভারতীয় দলের (Team India) হয়ে ৩০ টি সীমিত ওভারের ম্যাচ খেলেননি তিনি। তাও রীতিমতো বিশ্বমানের পরিসংখ্যান নিজের নামের সাথে জুড়ে নিয়েছেন শুভমান গিল (Shubman Gill)। এতদিন শুধুমাত্র ভারতের হয়ে ওডিআই ফরম্যাটে নিজের প্রতিভার ঝলক দেখাচ্ছিলেন তিনি। আজ প্রথমবার টি-টোয়েন্টি ফরম্যাটে শতরান করে নিজের যোগ্যতা প্রমাণ করলেন তিনি।
আজ নিজের শতরান তিনি সম্পূর্ণ করেছেন মাত্র ৫৪ বলে। ইনিংসয়ের শেষ দিকে কোনও নিউজিল্যান্ডের বোলারকে ছেড়ে কথা বলেননি তিনি। যেভাবে তিনি অফ স্ট্যাম্পের বাইরের শর্ট বলগুলিকে ফ্রন্ট ফুটে পূল করে মিড উইকেট বাউন্ডারিতে পাঠাচ্ছিলেন, সেই শটগুলি পরিষ্কার করে বলে দেয় যে কেন লোকে তাকে রোহিত বা বিরাটের উত্তরসূরী বলছেন।
আজ তিনি ব্যাট হাতে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন। একে একে সেই রেকর্ডগুলি তুলে ধরা হলো:
● কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ৩ ফরম্যাটে শতরান (২৩)
● পঞ্চম ক্রিকেটার হিসেবে ভারতীয় জার্সিতে ৩ ফরম্যাটে শতরান
● কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে শতরান
● ভারতের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর
এইমুহূর্তে টি-টোয়েন্টি ম্যাচটির শেষ ম্যাচে ভারতের তোলা ২৩৫ রান তাড়া করতে নেমে ভারতের বোলারদের সামনে চাপে নিউজিল্যান্ড। এইমুহূর্তে ৯ ওভারের মধ্যে ৭ উইকেট হারিয়ে তাদের স্কোর ৫৩। ভারতের সিরিজ জয় একেবারেই নিশ্চিত।