চাপে ভুগছেন শুভমান গিল! বৃষ্টি নামার আগে রানের খাতা খুলতে ব্যর্থ তিনি

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এসে গেল সেই বহু প্রত্যাশিত এবং প্রতীক্ষিত মুহূর্ত। এশিয়া কাপের (2023 Asia Cup) মঞ্চে চার বছর পর ওডিআই ফরম্যাটে একে অপরের মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। আজকের ম্যাচের জন্য টসে জিতে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। আর ভারতের প্রথম একাদশে দেখা গিয়েছে একটি অপ্রত্যাশিত চমক।

ব্যাটিং এর ক্ষেত্রে যেমনটা আশা করা গিয়েছিল ঠিক তেমনটাই ঘটেছে। ঈশান কিষাণ ও শুভমান গিল দুজনেই রয়েছেন প্রথম একাদশে। শ্রেয়স আইয়ার প্রত্যাবর্তন করেছেন এবং অলরাউন্ডার হিসেবে রয়েছেন হার্দিক এবং রবীন্দ্র জাদেজা। কিন্তু এরপরেই একটি চমক রয়েছে দলে। মহম্মদ শামির মতন স্পেশালিস্ট পেসারকে বাদ দিয়ে আজ অলরাউন্ডার শার্দূল ঠাকুরকে সুযোগ দেওয়া হয়েছে প্রথম একাদশে।

ind pak toss

এখনও অবধি খেলায় কোন উত্তেজনামূলক অবস্থা তৈরি হয়নি। খেলা হওয়ার আগেই বৃষ্টি এসে ম্যাচে বিঘ্ন ঘটিয়েছে এবং দুই দল ড্রেসিংরুমে ফিরে গিয়েছে। পাকিস্তানের পেসাররা এখনো অবধি ভারতীয় ওপেনারদের বিপাকে ফেলতে পারেনি সুইং বা গতি কাজে লাগিয়ে। যদিও আজকের পরিবেশ তাদের জন্য বেশ অনুকুলই রয়েছে।

রোহিত শর্মা কিছু দৃষ্টিনন্দন শট খেলে ফেলেছেন নিজের ইনিংসে। বৃষ্টি নামার আগে ১১ রানে অপরাজিত রয়েছেন তিনি। আফ্রিদির প্রথম ওভারে তিনি একটি সুযোগ দিয়েছিলেন। কিন্তু পাকিস্তান সেটা কাজে লাগাতে পারেনি। কিন্তু মজার ব্যাপার হল ৮ বল খেলে ফেললেও শুভমণ গিল এখনও খাতা খুলতে পারেননি। বড় মঞ্চে পাকিস্তানের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার চাপটা ভালোই বুঝতে পারছেন তিনি।

ঈশান কিশাণকে নিয়ে অনেকের মনেই প্রশ্ন ছিল। তিনি ছন্দে থাকায় তাকে বাদ দেওয়ার দুঃসাহস দেখাতে পারেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু তিনি মিডল অর্ডারে ব্যাট করবেন। কারণ ড্রেসিংরুমের দিকে ক্যামেরা ঘুরলে দেখা গিয়েছে যে তিন নম্বরে ব্যাট করতে নামার জন্য বিরাট কোহলি প্রস্তুত হয়ে বসে রয়েছেন। ৪.২ ওভার ব্যাটিং করে ভারতের স্কোর ১৫।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর