সবচেয়ে শক্তিশালী ভারতীয় একাদশ থেকে বাদ শুভমান গিল! দলে সুযোগ পেলেন এই নবাগত তরুণ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সকলেই জানেন যে আগামী দুই মাসের মধ্যে ভারতের মাটিতে আরম্ভ হবে ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) লড়াই। আপাতত সেই নিয়েই উৎসুক রয়েছেন ক্রিকেট সমর্থকরা। তবে অনেকেই যে জিনিসটা ভুলে যাচ্ছেন সেটা হল এই বছর শেষ হলে আগামী বছরের মাঝামাঝি সময়ে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ (2024 T-20 World Cup)।

সেই বিশ্বকাপে ভারতীয় দল কেমন পারফরম্যান্স করবে সেই নিয়ে কিছু ক্রিকেট উৎসাহী এখন থেকেই কৌতুহল প্রকাশ করতে শুরু করে দিয়েছেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স দেখে কেউই আর খুব একটা আশাবাদী হচ্ছে না ভারতীয় দলকে নিয়ে।

হতাশ করছে ভারতীয় দল:
এই মুহূর্তে মূলত অনভিজ্ঞ এবং ভারতীয় দলের সহজে সুযোগ পান না এমন ক্রিকেটারদের দিয়ে টি-টোয়েন্টি দল সাজানো হচ্ছেন এবং সেই দলকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যেখানে আগামী বছর বিশ্বকাপ আয়োজিত হবে সেখানকার কঠিন পিচে ব্যাটিং করতে গিয়ে বেশ সমস্যায় পড়ছেন শুভমান গিল, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদবের মতো তারকা ক্রিকেটার। বোলিংয়ের ক্ষেত্রে অর্শদীপ বা মুকেশ কুমার কেউই বেশি ভরসা দিতে পারছেন না। কিছুটা ভালো পারফরম্যান্স করছেন বটে কিন্তু এই দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই ভালো পারফরম্যান্স যথেষ্ট কিনা সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

আশার আলো:
এই মুহূর্তে আশার আলো বলতে রোহিত শর্মার একটি মন্তব্য। তিনি ইঙ্গিত দিয়েছেন যে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে পুরোপুরি সরে যাওয়ার কোন ভাবনা তার নেই এবং অনুমান করা যায় যে বিরাট কোহলি ও একই ধরনের বিশ্বাসী। তারা দলে ফিরলে দল কিছুটা শক্তিশালী হবে এমনটাই ধারণা সকলের।

নতুন তারকার উত্থান:
চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি সিরিজের তারকা হিসেবে উত্থান ঘটেছে তিলক ভার্মার। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলা এই তরুণ তারকা নিজের প্রথম দুই ম্যাচেই ভারতীয় দলের বাকি ব্যাটাররা যেখানে পারফরম্যান্স করেছেন, সেখানে ব্যাট হাতে ছিলেন উজ্জ্বল। দ্বিতীয় কনিষ্ঠতম ভারতীয় হিসেবে রিশভ পন্থের রেকর্ড ভেঙে তিনি পেয়েছেন অর্ধশতরান। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তার এই উত্থান যথেষ্ট আসা জাগাচ্ছে ভারতীয় মিডল অর্ডারকে নিয়ে।

tv tilak

সবচেয়ে শক্তিশালী ভারতীয় টি-টোয়েন্টি একাদশ: ঈশান কিষাণ, রোহিত শর্মা, বিরাট কোহলি, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর