রাহুলের জায়গায় দলে এলেও ২ ইনিংসেই ব্যর্থ গিল! ‘এ নাকি সচিনের জামাই’ ব্যঙ্গ ক্রিকেটপ্রেমীদের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি বর্ডার-গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) লড়াইয়ে প্রথম দুই টেস্টে খারাপ পারফরম‍্যান্সের কারণে অত্যন্ত সমালোচিত হয়েছিলেন ভারতীয় ওপেনার এবং প্রাক্তন সহ অধিনায়ক লোকেশ রাহুল (KL Rahul)। নাগপুর এবং দিল্লীতে তিন ইনিংস মিলিয়ে তিনি মাত্র ৩৮ রান করতে পেরেছিলেন। এরপরেই তাকে দল থেকে বাদ দেওয়ার দাবি চূড়ান্ত হয় এবং বিসিসিআইও দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝের সময়ে নতুন করে দল ঘোষণা করে সেখানে রাহুলের কাছ থেকে সহ অধিনায়কের পদটি ছিনিয়ে নেন।

এরপর সমর্থকদের প্রত্যাশা অনুযায়ী রাহুল ইন্দোর টেস্টের (Indore Test) ভারতীয় দল (Team India) থেকে বাদ পড়েন। তার জায়গায় দলে এসেছিলেন সম্প্রতি তিন ফরম্যাটেই অসাধারণ ব্যাটিং করা শুভমান গিল (Shubman Gill)। চলতি বছরের শুরু থেকেই অসাধারণ ছন্দে রয়েছেন পাঞ্জাবের এই ওপেনার। খুব স্বাভাবিকভাবেই তার কাছ থেকে সমর্থকদের প্রত্যাশাও ছিল অসীম।

কিন্তু ইন্দোর টেস্টের দুই ইনিংসেই সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হলেন শুভমান। প্রথম ইনিংসে ভালো শুরু করেও ২১ রানের মাথায় স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন কুহেনেম্যানের শিকার হয়ে। এই ইনিংসে অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে স্টেপ আউট করতে গিয়ে বোল্ড হন ন্যাথান লিয়নের বলে। ২ ইনিংস মিলে তার ঝুলিতে এসেছে মাত্র ২৬ রান।

এরপর থেকেই চরম সমালোচনার মুখোমুখি পড়তে হচ্ছে তরুণ এই ক্রিকেটারকে। সোশ্যাল মিডিয়ার ভক্তরা বলছেন যে তিনি বছরের শুরুতে সীমিত ওভারের ক্রিকেটে ভালো পারফরম্যান্স করতে পেরেছেন শুধুমাত্র পাটা পিচে ব্যাটিং করে। কঠিন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিংয়ের বিরুদ্ধে তার আসল রুপ বেরিয়ে পড়েছে।

এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান রকম নিয়ম তৈরি হতে শুরু করেছে। যারা ট্রেনিং করছেন তাদের মধ্যে অনেকেই দাবি করছেন ‘একে নাকি মানুষজন সচিনের জামাই হিসেবে দাবি করেন’। কেউ কেউ আবার বলছেন, ‘আজ ভারতীয় ড্রেসিংরুমে সবচেয়ে সুখী মানুষ হলেন লোকেশ রাহুল।’ সবমিলিয়ে নিন্দুকদের তীব্র সমালোচনার শিকার হতে হচ্ছে ভারতীয় ওপেনারকে।

ইন্দোর টেস্টের দ্বিতীয় দিনের সকালে উমেশ ও অশ্বিনের দাপটে অস্ট্রেলিয়ার নিজেদের শেষ পাঁচ উইকেট খুইয়েছিল মাত্র ১১ রানের মধ্যে। ১৯৭ রানী অলআউট হয়েছিল অজি দল। রান তারা করতে নেমে ১৯ ওভারে ৪৪ রান তুললেও এর মধ্যেই রোহিত শর্মা ও শুভমান গিলকে হারিয়ে ফেলেছে ভারত। এখনও আরও ৪৪ রানে পিছিয়ে রয়েছে তারা।


Reetabrata Deb

সম্পর্কিত খবর