স্বপ্নের ফর্মে রয়েছেন শুভমান গিল, পেছনে ফেলে দিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মাকেও!

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সদ্য প্রকাশিত আইসিসির (ICC) ওডিআই বোলারদের র‍্যাঙ্কিংয়ে ভারতের মহম্মদ (Md Siraj) সিরাজ শীর্ষস্থান দখল করেছেন। কিন্তু তারপর শীর্ষ দশে কোন ভারতীয়র অস্তিত্ব নেই। সিরাজের পর তালিকায় থাকা দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার কুলদীপ যাদব (Kuldeep Yadav) ক্রমতালিকায় ২০ তম স্থানে রয়েছেন। ভারতের বাকি নামিদামি বোলাররা ধারাবাহিকভাবে গত এক বছর ওডিআই ফরম্যাটে খেলেননি। যার জন্য তারা অনেকটাই পিছিয়ে পড়েছেন।

তবে আইসিসির ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে অবস্থাটা এতটা শোচনীয় নয়। সেখানে শীর্ষ দশে রয়েছেন ভারতের তিন তারকা ক্রিকেটার। ঘরের মাটিতে ওডিআই বিশ্বকাপের বছরে এই ঘটনা অনেক ভারতীয় ক্রিকেটপ্রেমীকেই স্বস্তি দেবে। যদি শ্রেয়স আইয়ার (শ্রেয়স আইয়ার) নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজটিতে ছুটির কারণে বাদ না পড়তেন তাহলে তার সাম্প্রতিক ফর্মের ভিত্তিতে বলা যায় তিনিও হয়তো এই তালিকায় জায়গা করে নিতেন।

তবে এই র‍্যাঙ্কিংয়ে একটা বিষয়ে চমক রয়েছে। সেটা হল যে এই ক্রমতালিকায় থাকা বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মার (Rohit Sharma) মতন মহাতারকাদের ছাড়িয়ে গিয়েছেন সদ‍্য ওডিআই ফরম‍্যাটে দুর্দান্ত পারফরম‍্যান্স করা শুভমান গিল (Shubman Gill)। চলতি বছরে ছয়টি ওডিআই ম্যাচ খেলে তিনটি শতরান করেছেন তিনি।

shubman gill 200

গিল এই মুহূর্তে নিজের ওডিআই কেরিয়ারের সেরা র‍্যাঙ্কিং ৬-তে উঠে এসেছেন। তার এক ধাপ পরে রয়েছেন বিরাট কোহলি ও তিন ধাপ পেছনে রয়েছেন রোহিত। তিনজনেই ওডিআই বিশ্বকাপের বছরের শুরুতে ব্যাট হাতে ভালো ছন্দে রয়েছেন। তবে তাদের মধ্যে সবচেয়ে বেশি ধারাবাহিকতার পরিচয় দিয়েছেন গিল। মাত্র ২১ ম্যাচ খেলেই তিনি ওডিআই ফরম্যাটে বেশ কিছু রেকর্ড গড়ে ফেলেছেন।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর