বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় দলে তরুণ প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে এই মুহূর্তে সবথেকে বেশি নজর কাড়ছেন শুভমান গিল (Shubman Gill)। বাইশ গজের জীবন থেকে শুরু করে তাঁর মনের অন্দরমহলের খোঁজ জানতেও উদগ্রীব হয়ে থাকে আমজনতা। ২০২৩ এর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রতিটা ম্যাচেই কার্যত ঝড় তুলেছে শুভমানের ব্যাট। খ্যাতির পাশাপাশি ব্যাঙ্ক ব্যালেন্সও বেড়েছে তাঁর।
১৯৯৯ এর ৮ সেপ্টেম্বর পঞ্জাবে জন্মগ্রহণ করেন শুভমান। পঞ্জাবেই পড়াশোনা শেষ করেছেন তিনি। ২০১৮ সালে আইপিএলে অভিষেক করেন এই তরুণ তুর্কি ক্রিকেটার। ইতিমধ্যেই নিজের দমে দলের ওপেনিং ব্যাটসম্যান হয়ে উঠেছেন শুভমান। উপরন্তু এ বছরের আইপিএলে তাবড় ক্রিকেটারদেরও নজর তাঁর দিকে ঘোরাতে বাধ্য করেছেন গিল।
ভবিষ্যতের ক্রিকেট তারকা হিসেবে এখন থেকেই স্বপ্ন দেখাতে শুরু করেছেন শুভমান। তাই আইপিএলে মোটা টাকা ঢালা হয়েছে তাঁর পেছনে। পারফরম্যান্সে অবশ্য খামতি রাখেননি তিনি। ফাইনাল ম্যাচেও চমক দেখিয়েছিলেন তিনি। এবারের আইপিএলে অরেঞ্জ ক্যাপ জিতেছেন শুভমান। এখনো পর্যন্ত আইপিএলে সর্বোচ্চ রানের নিরিখে দু নম্বর স্থানে রয়েছেন তিনি।
প্রতিশ্রুতিময় কেরিয়ারের পাশাপাশি সম্পত্তির পরিমাণের দিক দিয়েও দ্রুত উপরে উঠছেন শুভমান। সূত্রের খবর মানলে, ২০২৩ এ দাঁড়িয়ে তাঁর মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ৩০-৩১ কোটি টাকা। মাসে প্রায় ৬৬ লক্ষ টাকা উপার্জন করেন তিনি। এর মধ্যে খেলা ছাড়াও রয়েছে বিভিন্ন বিজ্ঞাপন, ব্র্যান্ড এবং সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত অর্থ।
বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি রয়েছে শুভমানের। কোটি থেকে লক্ষাধিক টাকা দামের গাড়ি রয়েছে তাঁর গ্যারাজে। শুভমানের ব্যক্তিগত জীবনও থাকে চর্চার কেন্দ্রে। সারা আলি খানের সঙ্গে বিচ্ছেদের পর ফের সচিন তেন্ডুলকর কন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে তাঁর সম্পর্কে জড়ানোর খবর মাথাচাড়া দিয়ে উঠেছে।