চাপের মুখে দুরন্ত শতরান শুভমান গিলের! ODI-তে রেকর্ড গড়ে পেছনে ফেলে দিলেন বিরাট কোহলিকে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অপ্রতিরোধ্য শুভমান গিল। তার ওপর ভরসা রেখে যে রোহিত শর্মা ভুল করেননি সেটা প্রতি ম্যাচে তিনি বুঝিয়ে দিচ্ছেন। কিছুদিন আগে কয়েকজন ক্রিকেট বিশেষজ্ঞ বলেছিলেন যে ওডিআই বিশ্বকাপের স্কোয়াডে কোনোভাবেই সুযোগ হবে না গিলের।আজ হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে অসাধারণ শতরান করে সকলকে ভুল প্রমাণ করলেন তিনি। নিজের ছোট্ট আন্তর্জাতিক ওডিআই কেরিয়ারে তৃতীয় শতরান করে ফেললেন তিনি।

শুরুর দিকে আজ কিছুটা গুটিয়ে ছিলেন গিল। রোহিত শর্মা যেমন স্বচ্ছন্দে শট খেলে যাচ্ছিলেন তেমনটা গিলের ক্ষেত্রে শুরুতে হয়নি। কিন্তু ইনিংস যত এগিয়েছে ততই গিল আগ্রাসী হয়ে উঠেছেন। তিনি বরাবরই দৃষ্টিনন্দন ব্যাটিং করে থাকেন। এদিনও তার ব্যাতিক্রম হয়নি।

gill 3rd 100

৪৫ রানে তার স্টাম্পিংয়ের সুযোগ মিস করেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। সেই সুযোগ পুরো মাত্রায় নিয়েছিলেন তিনি। ছক্কা মেরে নিজের অর্ধশতরান পূরণ করেছিলেন। ৫২ বল লেগেছিল অর্ধশতরানে পৌঁছতে। তার ধারাবাহিকতা দেখে মুগ্ধ হচ্ছেন সকল ক্রিকেটপ্রেমীরা।

অর্ধশতরান করার পর আর মাত্র ৩৫ বল খেলে নিজের শতরান সম্পূর্ণ করেন গিল। ওই ৮৭ বলের মধ্যে লকি ফার্গুসন ছাড়া প্রত্যেক কিউয়ি বোলারকে আক্রমণ করে রান তুলেছিলেন তিনি। শতরান করে প্রথমে দুই হাত ছড়িয়ে এবং তারপর দর্শকদের সামনে নিখুঁত ভঙ্গিতে বাও করে সকলকে অভিবাদন জানান গিল। শতরান সম্পূর্ণ করা অবধি মোট ১৪ টি চার মেরেছিলেন পাঞ্জাবের তরুণ তারকা। ৩৫ ওভার অবধি হার্দিককে সঙ্গে নিয়ে ৪ উইকেট হারানো ভারতকে ২১৪ রান অবধি পৌঁছে দিয়েছেন তিনি।

তিনি যতগুলি শতরান করেছেন তার মধ্যে আজকের ইনিংসটা হয়তো সবচেয়ে স্পেশাল। কারণ উল্টো দিক দিয়ে রোহিত শর্মা, বিরাট কোহলি, ঈশান কিষান, সূর্যকুমার যাদবের মতো ক্রিকেটাররা একে একে আউট হয়ে ফিরছিলেন এবং তার ওপর চাপ বাড়ছিল। কিন্তু তার ব্যাটিং দেখে কোথাও সেটা বোঝা যায়নি। আজ তার ইনিংসের ৯২ তম বলে চার মেরে ১০৯ রানে পৌঁছতেই তিনি পেছনে ফেলে দিয়েছেন বিরাট কোহলিকে। দ্রুততম ভারতীয় ক্রিকেটার এবং বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ১০০০ ওডিআই রানের গণ্ডি সম্পূর্ণ করলেন শুভমান গিল। এই তালিকায় তার আগে রয়েছেন শুধু পাকিস্তানের ফাকার জামান, যিনি ১৮ ইনিংসে এই কীর্তি গড়েছিলেন। শুভমান গিলের সময় লাগলো ১৯ ইনিংস। কোহলি সময় নিয়েছিলেন ২৪ ইনিংস।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর