সারাকে দেখেই হ্যাটট্রিক করে ফেললেন শুভমান গিল! সেমিফাইনালে চালকের আসনে ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আবারও একবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় দলের (Indian Cricket Team) ম্যাচ দেখতে উপস্থিত সচিন টেন্ডুলকারের কন্যা সারা তেন্ডুলকার (Sara Tendulkar)। আর তাকে দেখে আরও একবার জ্বলে উঠলো শুভমান গিলের (Shubman Gill) ব্যাট। চলতি টুর্নামেন্টে তিনি নেদারল্যান্ডসের মত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচটি বাদ দিলে এবং আজকের ম্যাচটি ধরে নিলে তিনটি হাফসেঞ্চুরি করেছেন। সেই তিনটি ইনিংসে তিনি খেলেছেন গ্যালারিতে সচিন কন্যার উপস্থিতিতে। আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধেও (India vs New Zealand) চিত্রটা এক।

তবে শুভমন গিলের চেয়েও আজ নজর খেলেছিল রোহিত শর্মার ব্যাটিং। তিনি হাফ সেঞ্চুরি না পেলেও ৪৭ রানের যে ইনিংসটি খেলে গিয়েছেন তা ভারতকে চালকের আসনে বসিয়ে দিয়ে গেছে। অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে তিনি এই টুর্নামেন্টের আগেও যা করেছেন আজকেও তাই করলেন। নিজের উইকেটটা ছুঁড়ে দিয়ে আসলেন।

তবে সারাকে দেখে শুভমানের সাফল্যের পরিসংখ্যানটা বেশ নজরকাড়া। ভারতীয় সমর্থক প্রত্যাখেই বারবার করে দাবি করে আসছে যে শুভমান গিলকে এইরকম ছন্দে যদি দেখা যায় তাহলে প্রতি ম্যাচে সারার মাঠে উপস্থিত থাকা উচিত।

hd gill

আরও পড়ুন: প্রথম ৫ ওভারের মধ্যেই বিশ্বরেকর্ড রোহিতের! নিউজিল্যান্ডের কোমর ভেঙে দিলেন হিটম্যান

আজ আগ্রাসী ব্যাটিং করেছেন শুভমান গিলও। দলের প্রয়োজনে একাধিকবার বল গ্যালারিতে পাঠাতে দেখা গিয়েছে তাকে। কিন্তু তার পাশাপাশি রোহিত শর্মার মতো অন্ধভাবে আক্রমণ না করে খুব সুন্দর ভাবে নিজের ইনিংসটি করেছেন গিল। তার এবং রোহিত শর্মার দেওয়া এই সুন্দর স্টার্ট এর ওপর ভর করে ভারত শেষ পর্যন্ত কত বড় রানের ইমারত খাড়া করতে পারে সেমিফাইনালে সেটাই এখন দেখার বিষয়।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর