বাংলা হান্ট নিউজ ডেস্ক: আহমেদাবাদে আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) সিরিজের তৃতীয় এবং নির্ণায়ক ম্যাচটি খেলতে নেমেছে ভারতীয় দল (Team India)। টসে জিতে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এই তার এই সিদ্ধান্তটি সম্পূর্ণ সঠিক প্রমাণ করেন রাহুল ত্রিপাঠী, সূর্যকুমার যাদব, এমনকি তিনি নিজেও। সকলের সম্মিলিত আসে নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য ২৩৫ রানের লক্ষ্য রেখেছে ভারত।
তবে আজ সকলের দিক থেকে নিজের দিকে ঘুরিয়ে নিয়েছেন শুভমান গিল (Shubman Gill)। সাম্প্রতিক সময়ে তিনি ওডিআই ফরম্যাটে চূড়ান্ত সফল। কিন্তু টি-টোয়েন্টিতে নিজের প্রতিভার প্রতি এতদিন সুবিচার করতে পারছিলেন না। কিন্তু আজ সেটা করে দেখালেন। ৩৫ বলে নিজের অর্ধশতরান সম্পূর্ণ করেছিলেন। এটি ছিল তার টি-টোয়েন্টি কেরিয়ারের প্রথম অর্ধশতরান। তারপর নিজের টি-টোয়েন্টি কেরিয়ারের প্রথম অর্ধশতরানটিকে নিজের প্রথম শতরানে রূপান্তরিত করেন গিল।
নিজের শতরান তিনি সম্পূর্ণ করেছেন মাত্র ৫৪ বলে। ইনিংস এর শেষ দিকে কোনও নিউজিল্যান্ডের বোলারকে ছেড়ে কথা বলেননি তিনি। যেভাবে তিনি অফ স্ট্যাম্পের বাইরের শর্ট বলগুলিকে ফ্রন্ট ফুটে পুল করে মিড উইকেট বাউন্ডারিতে পাঠাচ্ছিলেন, সেই শর্ট গুলি পরিষ্কার করে বলে দেয় যে কেন লোকে তাকে রোহিত বা বিরাটের উত্তরসূরী বলছেন।
এর আগে ভারতীয় ক্রিকেটে তিন ফরম্যাটে শতরান করার কৃতিত্ব ছিল সুরেশ রায়না, রোহিত শর্মা, লোকেশ রাহুল এবং বিরাট কোহলির। আজ পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই বিশেষ ক্লাবের সদস্য হয়েছেন গিল। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৬৩ বলে ১২৬ রান করে। মেরেছেন বারোটি চার এবং সাতটি ছক্কা।
গিল ছাড়াও আজ ২২ বলে ৪৪ রান করেন রাহুল ত্রিপাঠি। ১৩ বলে ২৪ রান করেন সূর্যকুমার। অধিনায়ক হার্দিক আউট হন ১৭ বলে ৩০ রান করে। গিল কে কেন্দ্র করে সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই আজ ভারতীয় দল এত বড় স্কোর খাড়া করতে পেরেছে। তবে সব ভালোর মধ্যেও চিন্তা থেকে গেল ঈশান কিষানের খারাপ ফর্ম নিয়ে। আহমেদাবাদের ব্যাটিং বান্ধব উইকেটেও চূড়ান্ত ব্যর্থ হন তিনি।