বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে। প্রথম দিনের খেলায় তারা টসে জয়ী ক্যারিবিয়ান ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দিয়েছে। অশ্বিন-জাদেজার স্পিনের ভেলকির সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং। প্রথমে ব্যাট করে মাত্র ১৫০ রানে গুটিয়ে গিয়েছেন তারা। জবাবে ভারত প্রথম দিনের শেষে কোন উইকেট না হারিয়ে ৮০ রান তুলেছে।
এই টেস্টে নতুন ভূমিকায় দেখা যাচ্ছে শুভমান গিল-কে (Shubman Gill)। নিজের স্বল্পদৈর্ঘ্যের কেরিয়ারে তিনি এখনো পর্যন্ত ওপেনার হিসেবেই খেলছিলেন। কিন্তু চেতেশ্বর পূজারা দল থেকে বাদ পড়ার পর এবং তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল ভারতীয় দলে জায়গা পাওয়ার পর শুভমান গিলকে তিন নম্বরে ব্যাটিং করতে পাঠিয়ে নিজের সাথে যশস্বীকে ওপেনিং পার্টনার হিসেবে বেছে নিয়েছেন অধিনায়ক রোহিত।
এই সিদ্ধান্তের একটা মূল কারণ হলো ওপেনিং এ ডান হাতি ও বাঁ হাতি ব্যাটারদের জুড়ি তৈরি করা। শুভমন গিল এবার থেকে তিন নম্বর ব্যাটিং করবেন। কাল তাকে ব্যাটিং করতে নামতে হয়নি আর। কারণ কোন উইকেট না খুঁইয়ে যশস্বী ও রোহিতের জুটি প্রথম দিনের শেষ অবধি ক্রিজে টিকে ছিল। যে পজিশনে নিজে ব্যাটিং করতে সবচেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেই পজিশন ছেড়ে দিতে হওয়ায় অনেকেই ভেবেছিলেন যে গিল দুঃখ পাবেন।
কিন্তু কাল ওয়েস্ট ইন্ডিজের ৯ উইকেট পড়ে যাওয়ার পর যখন ভারতের ব্যাটিংয়ের সময় ধীরে ধীরে এগিয়ে আসছে তখন বেশ ফুর্তিতেই দেখা গিয়েছে শুভমান গিলকে। ক্লোজ ইন ফিল্ডার হিসেবে ফিল্ডিং করার সময় তিনি বিরাট কোহলির দিকে তাকিয়ে কিছু নাচের ভঙ্গি করে দেখান। সেই দেখে হাসি চাপতে পারেননি বিরাট কোহলিও। তাই মনে হচ্ছে যে নিজের ওপেনিং পজিশন হারাতে হলেও এখন খুব বেশি অসন্তুষ্ট নন গিল।
DO NOT MISS! Keep your eyes 👀 on the right side of the screen, we have a surprise Shubman Gill package for you!
He is truly enjoying the Caribbean atmosphere 🥳 🎉🕺🏻#INDvWIonFanCode #WIvIND pic.twitter.com/jZRlqFdofl
— FanCode (@FanCode) July 12, 2023
নিজের টেস্ট কেরিয়ারের প্রথম দিনে ভারতের জার্সিতে ওপেন করতে নেমে ৪০ রানের একটি অসাধারণ ইনিংস খেলে অপরাজিত রয়েছেন যশস্বী। প্রতিপক্ষ ভারতের চেয়ে অনেক দুর্বল হলেও নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচের স্নায়ুর চাপ সামলে বড় রান করাটাও একটা কৃতিত্বের বিষয়। সকলেই আশা করছেন যে দ্বিতীয় দিনে এখানেই না থেমে প্রথমে অর্ধশানে এবং তারপর ধীরে ধীরে শতরানের দিকে এগোবেন যশস্বী।