বাংলা হান্ট ডেস্ক: IPL (Indian Premier League)-২০২৫-এর আগে দলগুলির রিটেনশন তালিকা প্রকাশ করার শেষ তারিখ হল ৩১ অক্টোবর। যেখানে প্রতিটি দল কোন কোন খেলোয়াড় কে ধরে রাখছে সেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। যদিও, তার আগে এমন কিছু আপডেট সামনে আসছে যেগুলি অবাক করে দিচ্ছে ক্রিকেট অনুরাগীদের। ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে যে, চলতি বছরের IPL চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার থেকে শুরু করে কেএল রাহুল এবং ঋষভ পন্থের মতো অধিনায়করা নাকি তাঁদের বর্তমান দলগুলি থেকে বেরিয়ে আসতে পারেন।
IPL (Indian Premier League)-এর মঞ্চে বড় সিদ্ধান্ত গিলের:
ঠিক এই আবহেই এবার গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিলকে নিয়েও এবার বড় দাবি করা হচ্ছে। জানিয়ে রাখি যে, গিল চলতি বছরের IPL (Indian Premier League)-এ গুজরাটের অধিনায়কের দায়িত্ব সামলেছেন। তবে, এখন বলা হচ্ছে যে একটি বড় দল তাঁকে কেনার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু তা সম্ভব হয়নি। আর ওই দলটি হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
গিলকে কিনতে চেয়েছিল RCB: এই প্রসঙ্গে নিউজ 18-এর রিপোর্টে দাবি করা হয়েছে যে, বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি সম্প্রতি শুভমান গিলের সাথে নিলাম নিয়ে আলোচনা করেছিল। রিপোর্টে আরও জানানো হয়েছে গিলকে ফ্র্যাঞ্চাইজিতে আনার পেছনে চিন্তাভাবনা ছিল ভবিষ্যতের জন্য দলকে প্রস্তুত করা। এমন পরিস্থিতিতে বেঙ্গালুরু গিলের কাছে গেলেও আলোচনা সফল হয়নি এবং বেঙ্গালুরু গিলকে নিলামে আসতে রাজি করাতে পারেনি। এর একটা বড় কারণ হল গিলের গুজরাট টাইটান্সে থাকার সিদ্ধান্ত। গিল তাঁর বর্তমান দলে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। যেখানে তিনি গত ৩ মরশুম ধরে খেলে আসছেন।
আরও পড়ুন: IPL 2025-এর মেগা নিলামে আসছে বড় পরিবর্তন! কপাল খুলবে তরুণ খেলোয়াড়দের
বড় সিদ্ধান্ত নিয়েছেন গিল: জানা গিয়েছে যে, গিল গুজরাট ফ্র্যাঞ্চাইজির সাথেই ভবিষ্যতে দলের অংশ হতে চান। কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে যে গিল দলের প্রতি আনুগত্য বজায় রাখতে দলকেই অগ্রাধিকার দিয়েছিলেন। তাই তিনি নিলামে না গিয়ে গুজরাটের সাথে থাকাই ভালো বলে মনে করেন। শুধু তাই নয়, রিপোর্টে এটাও বলা হচ্ছে যে, গিল রিটেনশন লিস্টে দ্বিতীয় স্থানে থাকতেও রাজি হয়েছেন। যার মানে তিনি সর্বোচ্চ বেতন পাবেন না। গিল আফগান সুপারস্টার রশিদ খানের জন্য এটি করেছিলেন। তাঁকে প্রথম স্থানে ধরে রাখা হবে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: ভারতের সাথে বিরোধের জের! এবার ঘুম উড়ল জাস্টিন ট্রুডোর, চরম সঙ্কটে কানাডার সরকার
আবার অধিনায়ক হবেন কোহলি: এদিকে, আমরা যদি বেঙ্গালুরু দলের দিকে তাকাই সেক্ষেত্রে তাদের অধিনায়কত্ব নিয়ে বড় আপডেট সামনে এসেছে। চলতি বছরে IPL (Indian Premier League)-এর মরশুম শেষ হওয়ার পর থেকেই ধারণা করা হচ্ছিল মেগা নিলামের আগে ফাফ ডু প্লেসিসকে ছেড়ে দেওয়া হবে। এমন পরিস্থিতিতে ফ্র্যাঞ্চাইজির প্রয়োজন একজন অধিনায়ক। জানা গিয়েছে যে, ফের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বিরাট কোহলি। তিনি ২০২১ সালে RCB-র অধিনায়কত্ব ছেড়ে দেন। এমতাবস্থায়, আগামী বছরে ফের RCB-র অধিনায়ক হয়ে এই মাঠে নামতে পারেন কোহলি।