শুভমান গিলের পর ভারতীয় দলের এই তারকাও মুগ্ধ সারার মোহে! খোলাখুলি প্রকাশ করলেন আবেগ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শুভমান গিল (Shubman Gill) এবং সচিন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকারের (Sara Tendulkar) মধ্যে সম্পর্কের জল্পনার ব্যাপারটি নতুন কিছু নয়। বহুদিন ধরেই তাদের মধ্যে সম্পর্ক রয়েছে এমন একটা কানাঘুষো শোনা যায়। যদিও এই গুজব ছড়ানোর পর থেকে একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করে দেন গিল ও সারা। সেই সুযোগ কাজে লাগিয়ে সারার কাছের মানুষ হয়ে উঠতে চাইছে ভারতীয় দলের শুভমান গিলের এক সতীর্থ।

এই মুহূর্তে ইউরোপে নিজের ছুটি কাটাচ্ছেন সারা। তিনি এমনিতে লন্ডনে থেকে পড়াশোনা করেন তবে আপাতত নিজের ছুটি কাটানোর জন্য জঙ্গল সাফারি থেকে শুরু করে আরও নানান অভিজ্ঞতার স্বাদ নিচ্ছেন সারা। প্রসঙ্গত বিশ্বটাই চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের হারের পর শুভমান গিল আরও কিছুদিন ইংল্যান্ডেই অবস্থান করেছেন।

সারা নিজের সাম্প্রতিক অভিজ্ঞতার একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আর সেই পোস্টগুলোর প্রত্যেকটি লাইক করেছেন শুভমান গেলের সতীর্থ ঈশান কিষান। সেই ব্যাপারটি নজরে আসতেই নেটিজেনদের মধ্যে জল্পনা শুরু হয়ে যায় ঈশান কিষান ও সারাকে নিয়ে।

sarakishan

এই মুহূর্তে ঈশান কিষান ভারতের কোন দলেই নিয়মিত নন। গত বছরের একদম শেষ দিকে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআইতে ডাবল সেঞ্চুরি করার পরও তিনি দলে নিয়মিত হয়ে উঠতে পারেননি। টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েও মাঠে নেওয়া হয়নি। জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটেও তার সাম্প্রতিক পারফরম্যান্স চোখে পড়ার মতো নয়।

অপরদিকে শুভমান গিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন ফাইনালে ব্যর্থ হলেও মোটের উপর ভালই ছন্দে রয়েছেন। তাকে এখন থেকেই অনেকে ভারতের পরবর্তী প্রজন্মের নতুন অধিনায়ক হিসেবে দেখার দাবি করতে শুরু করে দিয়েছেন। যদিও গুরুত্বপূর্ণ সময় জ্বলে না উঠতে পারার ক্ষমতা নিয়ে তার সমালোচনাও হচ্ছে ভালো রকম। তবে দুই তারকাই ভারতের টেস্ট ও ওডিআই স্কোয়াডে সুযোগ পেয়েছেন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর