সারা অতীত! WTC ফাইনালের আগে এই সুন্দরীর সঙ্গে ডেটে যাচ্ছেন শুভমান! পরিচয় জানলে হবেন অবাক

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final)। সেই ফাইনালে অস্ট্রেলিয়ার (India vs Australia) মুখোমুখি হবে ভারতীয় দল (Team India)। আর এই দলের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠতে পারেন তরুণ ওপেনার শুভমান গিল (Shubman Gill)। বর্তমানে ব্যাট হাতে অসাধারণ ফর্মে আছেন তিনি। কিন্তু গুরুত্বপূর্ণ ফাইনালের আগে ফের একবার চর্চায় উঠে এলো শুভমানের ‘লাভ লাইফ’।

এর আগে একাধিকবার শুভমান গিলের নাম জড়িয়েছে সচিন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার এবং সইফ আলী খানের কন্যা সারা আলী খানের সাথে। কিন্তু সচিন কন্যার সাথে তার সম্পর্কের কোনও প্রত্যক্ষ প্রমাণ নেই। আর কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় শুভমান ও সারা আলী খান একে অপরকে ব্লক করেছেন। এবার এক নতুন সুন্দরীর সাথে ডেটে যেতে দেখা গেল শুভমান গিলকে।

এবার যার নামে শুভমানের নাম জুড়ে জল্পনা হচ্ছে তার নাম নীহারিকা নাগমা মিরাজকর। ইনি একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। ২৫ বছর বয়সী এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের সাথে আচমকাই ডেটে গিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন ভারতীয় ওপেনার। সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ারও করেছেন নীহারিকা।

আসলে এই গোটা ঘটনাটি একটি প্রমোশনাল ইভেন্ট ছিল। সম্প্রতি ‘স্পাইডারম্যান, অ্যাক্রস দ্য স্পাইডারভার্স’ নামের যে নতুন চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে তারই প্রমোশনের একটি অঙ্গ ছিল শুভমান এবং নীহারিকার এই সাক্ষাৎটি। এই চলচ্চিত্রে ভারতীয় স্পাইডারম্যান পবিত্র প্রভাকরের হিন্দি ডাবিংয়ে ব্যবহৃত হয়েছে শুভমান গিলের গলার আওয়াজ।

তাদের এই ডেটিংয়ের অভিনয়ের সময়ও কথা বলতে দেখা যায় শুভমান গিলের স্পাইডার অ্যাবেলিটি সম্পর্কে। ভিডিওতে দেখা যায় শুভমান নিজের কবজি থেকে স্পাইডারম্যানের মতোই জাল বার করে দেখান নীহারিকাকে? এখন সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল।

 

সম্পর্কিত খবর

X