বাংলা হান্ট ডেস্কঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালের পরই চোটের কবলে পড়ল টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার শুভমান গিল। নতুন করে চোট না পেলেও পুরনো চোটই ভোগাচ্ছে গিলকে। এই চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে তো খেলবেন না শুভমান গিল। এছাড়াও পুরো সিরিজ থেকেই তিনি বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
হ্যামিং বা কাফ মাসলে চোট লাগলেও এই মুহূর্তে ভারতীয় দলের সঙ্গেই রয়েছেন 21 বছর বয়সী তরুণ ওপেনার শুভমান গিল। তবে কোন কারণে যদি গিল এই সিরিজ থেকে বাদ পড়েন তাহলে তার পরিবর্তে দলে আসতে পারেন বাঙালি ওপেনার অভিমুন্য ঈশ্বরন।
তবে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে হাতে এখনও বেশ খানিকটা সময় রয়েছে। তার মধ্যে যদি গিল সুস্থ হয়ে ওঠেন তাহলে এই সিরিজ খেলতে তার আর কোন অসুবিধা থাকবে না।
বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, “শুভমান গিলের চোট পর্যবেক্ষণ করছেন দলের ফিজিও নীতিন পটেল। গিলের খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনিই। তবে গিলের চোট এত তাড়াতাড়ি সারবে বলে মনে হচ্ছে না।”
তবে শেষ পর্যন্ত যদি গিল খেলতে না পারেন তাহলে সুযোগ পেতে পারেন বাংলা অভিমুন্য ঈশ্বরন। এছাড়াও দলে রয়েছেন কে এল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল।